নন্দী সিস্টার্সের গুনগুনালে এপিসোড ১৬ -এর অতিথি হয়ে এলেন বাংলা ইন্ডাস্ট্রির ‘গুড বয়’ আবির চট্টোপাধ্যায়। উহু, শুধু অতিথি হয়েই আসেননি দুই বোনের সঙ্গে তিনি রীতিমত গান গান, আড্ডা, দেন এবং অবশ্যই একটি মজার খেলা খেলেন।
নন্দী সিস্টার্স সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়। তাঁরা দুজনে বর্তমানে আবার প্লেব্যাক করছেন। সদ্যই মুকেশ আম্বানির অ্যান্টিলায় ডাক পড়েছিল তাঁদের। গণেশ পুজোয় সেখানে গিয়ে গানও গান তাঁরা। আর এই সেলেব বোন জুটি বিগত কয়েক মাস ধরে একটি সিরিজ করে চলেছেন। সেখানে তাঁরা দেশের বিভিন্ন প্রান্তের তারকাদের সঙ্গে কোলাব করে গান বাজনা করছেন। কখনও পরমব্রত, কখনও আদা শর্মা, তো কখনও অন্য কেউ। এবার তাঁদের অতিথি হলেন আবির চট্টোপাধ্যায়।
অঙ্কিতা এবং অন্তরা এদিন উকুলেলে বাজিয়ে হয়তো তোমারই জন্য গানটি গান। তাঁদের যোগ্য সঙ্গত দেন পর্দার সোনা দা।
তাঁদের এই গানের ভিডিয়ো পোস্ট করে অন্তরা তাঁর ইনস্টাগ্রামে লেখেন, 'আমরা জানি আপনারা সবাই আবির দাকে দুর্দান্ত ভালো অভিনেতা হিসেবে চেনে, কিন্তু তিনি যে ভালো গান গাইতে পারেন সেটা কি জানেন?' তাঁরা সুধীন দাশগুপ্ত এবং মান্না দেকে এই ভিডিয়োতে শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: কাঠমাণ্ডু নয়, অনীক দত্তের জন্য এবার ‘যত কাণ্ড কলকাতাতেই’, থাকছেন আবির
আরও পড়ুন: বেপরোয়া গোয়েন্দা দীপক চ্যাটার্জি এবার বড়পর্দায়, আবির সহ বাকিদের ফার্স্ট লুক প্রকাশ্যে