৪ঠা এপ্রিল, মুম্বইয়ের জুহুতে অনুষ্ঠিত প্রয়াত অভিনেতা মনোজ কুমারের শেষকৃত্যে বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে হাজির ছিলেন অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চন। সেখানেই মনোজ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে এসে বেজায় চটলেন অভিষেক। রেগে গিয়ে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন পাপারাৎজির ক্যামেরা। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।
অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শেষকৃত্যে এসে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শ্মশান থেকে বের হওয়ার সময় পাপারাজ্জির ক্যামেরার ফ্ল্যাশে বেজায় চটে যান অভিষেক। বেজায় বিরক্ত হয়ে আপত্তি জানান ও রাগও দেখিয়ে বসেন অভিষেক।
ঠিক কী ঘটেছে?
মনোজ কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে অমিতাভ ও অভিষেক তাঁদের গাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় পাপারাৎজি ছবি তুলতে আসে। সেসময় অমিতাভ সেলিম খানের সঙ্গে কথা বলছিলেন, দেখা হতেই হাত মেলান দুই বর্ষীয়ান শিল্পী। একে অপরকে জড়িয়েও ধরেন।
তখন ঠিক পিছনেই ছিলেন অভিষেক বচ্চন। পাপারাৎজির ক্য়ামেরা দেখে হঠাৎই বেজায় চটে যান। এক পাপারাৎজির মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলতেও দেখা যায় তাঁকে। তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল যে তিনি বেজায় বিরক্ত। সেসময় ছবি তোলার জন্য রেগে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন অন্যজনের ক্যামেরা। তাঁর আচরণেই স্পষ্ট, সেসময় বেজায় চটেছিলেন তিনি। অভিনেতা তাঁদের আচরণে বেশ বিরক্ত বলেই মনে হল।