‘তোমাদের রাণী’ ধারাবাহিকটি মাত্র কয়েকদিন হল শুরু হয়েছে কিন্তু এর মধ্যেই গল্প এবং দুই নবাগতর রসায়নে ভক্তদের মন জিতে নিয়েছে এই ধারাবাহিক। এক ডাক্তার এবং এক হবু ডাক্তারের প্রেম কাহিনি থেকে একজন মেয়ে সে কী করে নিজের স্বপ্ন পূরণ করার পাশাপাশি সংসার সামলায় সেটাই দেখানো হচ্ছে এখানে। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগতা অভিকা মালাকার। তিনি অভিনয় জগৎ যতই নবাগতা হন না কেন তাঁর যে আরও একাধিক গুণ আছে সেটাই প্রমাণ করে দিলেন।
অভিকা মালাকার যে ভালো গান গাইতে পারেন জানেন?
‘তোমাদের রাণী’র রাণী ওরফে অভিকা অভিনেত্রীর পাশাপাশি একজন দক্ষ গায়িকাও বটে। তিনি যে কতটা ভালো গান গান সেটা এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে দেখালেন। রাণী এবং তাঁর ননদ কাজের ফাঁকে এদিন গ্রিন রুমে ‘অর্ধাঙ্গিনী’ ছবির ‘আলাদা আলাদা সব’ গানটি গান। এটি আদতে ইমন চক্রবর্তীর গাওয়া। তবে তাঁদের খালি গলায় এই গানটি গাইতে শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা।
একজন লেখেন, 'দারুণ।' কেউ আবার অভিকার প্রশংসা করে লেখেন, 'তোমায় দারুণ দেখাচ্ছে রাণী।' অনেকে আবার লাভ ইমোজি পোস্ট করেছেন।
আরও পড়ুন: 'রান্নাঘর না গুটখাবিলাস', করওয়া চৌথের শুভেচ্ছা জানাতে গিয়ে চরম কটাক্ষের মুখে সুদীপা
আরও পড়ুন: 'সমস্ত ডিজাইনার স্টাইলিস্টদের কাছে ক্ষমাপ্রার্থী', বিয়ের গুজবের মাঝে হঠাৎ এমন কেন বললেন ম্রুণাল?
তবে কেবল গান নয়, অভিকা ভীষণ ভালো ছবিও আঁকেন। তিনি কিছুদিন আগে তাঁর ক্যানভাস আর রং তুলি সমেত ছবি পোস্ট করে জানিয়েছিলেন। কাজ এবং শুটিংয়ের ফাঁকে যে তিনি আঁকা, গান নিয়েই থাকেন সেটা তাঁর সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই বেশ বোঝা যায়।
তোমাদের রাণী
স্টার জলসায় সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সম্প্রচারিত এই ধারাবাহিক। বর্তমানে এখানে দেখা যাচ্ছে বিয়ে ভেঙে রাণী কলকাতা চলে এসেছে। দুর্জয়ও রাগের মাথায় তাঁকে সিঁদুর পরিয়ে বিয়ে করে নেয়। তার মা এবং বৌদির আপত্তি থাকলেও, বাড়ির বাকিরা রাণীকে মেনে নিয়েছে। এখন রাণীর বাড়ির লোকজনের দাবিতে তাঁদের সামাজিক ভাবে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে।