বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: Particularly নয় Particooooolarly! ইয়ান বিশপের মিমিক্রি হল ভাইরাল, দেখেছেন সেই ভিডিয়ো
পরবর্তী খবর
Viral Video: Particularly নয় Particooooolarly! ইয়ান বিশপের মিমিক্রি হল ভাইরাল, দেখেছেন সেই ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 28 Jun 2024, 12:37 PM ISTSubhasmita Kanji
Viral Video: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অ্যাটমান দেশাইয়ের একটি ভিডিয়ো যেখানে তিনি ইংলিশ কমেন্টেটরদের মিমিক্রি করে দেখিয়েছেন। কী বলেছেন তিনি?
Ad
ইয়ান বিশপের মিমিক্রি হল ভাইরাল
বর্তমানে বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীরা টি২০ বিশ্বকাপ ফিভারে আক্রান্ত। এবারের টি২০ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আর সেই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে তার আগেই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা ব্লগার ইংলিশ কমেন্টেটরদের মিমিক্রি করে দেখালেন। আর সেই ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পার্টিকুলার্লি শব্দটাকে অদ্ভুত ভাবে টেনে কথা বলেন ইংলিশ কমেন্টেটররা। বাদ যায় না স্পিল্ড, কোঅর্ডিনেশন, পজিশন, মেস, ক্রুশিয়াল, ইত্যাদির মতো শব্দও। কোনও দলের কোনও খেলোয়াড় ক্যাচ ড্রপ করলেই ইয়ান বিশপ কমেন্ট্রিতে কী কী বলেন সেটাই এখানে তুলে ধরা হয়েছে। অ্যাটমান মূলত তাঁর কথা বলার ধরণকেই এখানে নকল করেছেন।
নিমেষে ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। মাত্র একদিনে প্রায় ৩০ হাজারের বেশি ভিউ পেয়েছে এই ভিডিয়ো। মজার মজার কমেন্টও পেয়েছে এই ভিডিয়োটি। এক ব্যক্তি লেখেন, 'মাইকের মধ্যেই যেন থুতু ফেলতে থাকেন।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'পার্টিকুলার্লি শব্দটা সেরা বললেন...' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনি কমেন্টেটর হিসেবে যোগ দিন। দারুণ বললেন।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'হিন্দি কমেন্টেটররা তো আরও ভয়ঙ্কর। শুনলেই কান দিয়ে রক্ত পড়ে।'