1 মিনিটে পড়ুন Updated: 09 Oct 2023, 03:49 PM ISTSubhasmita Kanji
Aamir Khan-Lahore 1947: সানি দেওল অভিনীত লাহোর ১৯৪৭ ছবিটির প্রযোজনা করবেন আমির খান। আর এই ছবিতেই নাকি তাঁকে ক্যামিও চরিত্রে দেখা যাবে।
লাল সিং চাড্ডার ভরাডুবির পর ফের পর্দায় ফিরছেন আমির!
গদর ২ এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই সানি দেওলের নতুন ছবির কথা প্রকাশ্যে এল। সানি দেওল অভিনীত লাহোর ১৯৪৭ ছবিটির প্রযোজনা করবেন আমির খান। তিনি সদ্যই এই খবর প্রকাশ্যে এনেছেন। তবে তাঁকে এই ছবিতে তিনি অভিনয় করছেন না। কিন্তু ইটাইমসের খবর অনুযায়ী পুরোদমে অভিনয় না করলেও একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে প্রযোজক আমির খানের। প্রসঙ্গত লাহোর ১৯৪৭ ছবিটির পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী।
এই ছবির কথা ঘোষণা করে আমির খান ইনস্টাগ্রামে লেখেন, 'আমি এবং আমার আমির খান প্রোডাকশনের গোটা টিম অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আগামী ছবির নাম লাহোর ১৯৪৭। এখানে অভিনয় করবেন সানি দেওল এবং পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী।'
তিনি তাঁর পোস্টে আরও লেখেন যে, 'আমরা অত্যন্ত ট্যালেন্টেড সানি এবং পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আপনাদের সকলের আশীর্বাদ চাই।'