বাংলা নিউজ > বায়োস্কোপ > Aamir-Kiran: মেয়ের বিয়েতে প্রাক্তন কিরণকে খেয়েছেন চুমু! আমির বললেন, ‘মাঝে মাঝে বকা দেয়…’
পরবর্তী খবর
Aamir-Kiran: মেয়ের বিয়েতে প্রাক্তন কিরণকে খেয়েছেন চুমু! আমির বললেন, ‘মাঝে মাঝে বকা দেয়…’
1 মিনিটে পড়ুন Updated: 06 Feb 2024, 06:56 AM ISTTulika Samadder
২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে ডিভোর্স ঘোষণা করেন আমির। যদিও বিচ্ছেদের পরও প্রাক্তন দ্বিতীয় স্ত্রী-র সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আমিরের। একসঙ্গে কাজও করেছেন লাপাতা লেডিজে। সম্প্রতি সেই অভিজ্ঞতা নিয়েই খুললেন মুখ।
ডিভোর্সের পরেও কিরণের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করলেন আমির খান।
বিচ্ছেদের পর সাবেক স্ত্রী, প্রযোজক-চিত্রনাট্যকার-পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে কাজ করা নিয়ে মুখ খুলেছেন আমির খান। এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন উঠতেই, আমির মস্করা করে জানতে চান, কোনও ডাক্তার কখনও বিবাহবিচ্ছেদের পরে দম্পতিকে শত্রু হওয়ার পরামর্শ দিয়েছিলেন কি না! সঙ্গে আরও বলেন যে, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন যে কিরণ তাঁর জীবনে এসেছিলেন এবং আরও যোগ করেন যে তারা 'একসঙ্গে এভাবেই এগিয়ে যেতে থাকবেন'।
ডিভোর্সের ঘোষণার সময় তাঁরা একসঙ্গে লাল সিং চাড্ডা-য় কাজ করছিলেন। আর এখন লাপাতা লেডিজ-এ। আমিরকে প্রাক্তন বউয়ের সঙ্গে কাজ করা নিয়ে প্রশ্ন করা হলেই জবাব আসে, ‘এটা কোনও ডাক্তার বলেছে নাকি, একবার ডিভোর্সের পর একে-অপরের শত্রু হয়ে যাবে? আমার সৌভাগ্য যে আমার জীবনে কিরণ এসেছে। আর আমাদের সফর সব দিক দিয়ে পূর্ণ ছিল আমার জন্য। আমরা একসঙ্গে অনেক কিছু বানিয়েছি, তা সে ব্যক্তিগত ভাবে হোক বা পেশাগত। ভবিষ্যতেও আমরা একসঙ্গে এগিয়ে যাব।’
প্রাক্তন দ্বিতীয় স্ত্রী প্রসঙ্গে আমির নিজের বক্তব্যে আরও জুড়লেন, ‘আমরা মানবিক এবং আবেগের স্তরে একে-অপরের সঙ্গে সংযুক্ত আছি। এবং আমরা সর্বদা থাকবও। আমরা একটা পরিবারের মতো। তাঁর মন, বুদ্ধিমত্তা... এমনকী যখন সে আমাকে বকাঝকা করে, তখনও আমার খুব ভালো লাগে।’
২০০৫ সালে গাঁটছড়া বাঁধেন আমির। ২০২১ সালের আগস্টে তাদের বিচ্ছেদ হয়। একমাত্র ছেলে আজাদের জন্ম ২০১১ সালের ডিসেম্বর মাসে। কিরণ বলিউড কেরিয়ার শুরু করেছিলেন লগন ছবিতে সহকারী পরিচালক হিসেবে। তিনি ধোবি ঘাটের চিত্রনাট্য লেখেন ও পরিচালনাও করেন, যা ২০১১ সালের জানুয়ারিতে আমির খান প্রোডাকশনের অধীনে মুক্তি পেয়েছিল।
কদিন আগে আমির ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী রীনা দত্তের মেয়ে আইরা খানের বিয়ে ছিল। যেখানে ছেলে আজাদকে নিয়ে অংশগ্রহণ করেছিলেন কিরণ। এমনকী, একটি ভিডিয়োতে তাঁকে কিরণকে চুমু খেতেও দেখা যায়। যা নিয়ে সেইসময় কম চর্চা হয়নি।
কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ২০০১ সালে গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে বসানো হয়েছে গল্পটি। দুটি যুবতী নববধূ সম্পর্কে যারা ট্রেনে হারিয়ে যায়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব এবং নীতনশি গোয়েল। লাপাতা লেডিজ পরিচালনা করেছেন কিরণ রাও এবং প্রযোজনা করেছেন আমির খান ও জ্যোতি দেশপান্ডে।