‘লাল সিং চাড্ডা’র লুক ছেড়ে বেরিয়ে এসেছেন আমির খান। মঙ্গলবার একদম আলাদা চেহারায় ক্যামেরাবন্দি হলেন অভিনেতা। একঝলক দেখে যে কেউ চমকে উঠবেন। দাড়ি সাদা হয়েছে, বসে গিয়েছে গাল-- এ কি চেহারা হয়েছে আমিরের!মঙ্গলবার গ্রাফিক্যাল সাদা টি-শার্ট আর কোরাল রঙের শর্টসে মুম্বইয়ের রাস্তায় দেখা মিলল আমিরের। পাপারাৎজিদের অনুরোধে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেতা। থাম্বস আপ দেখাতেও লক্ষ্য করা যায়। মাস্ক খুলে হাসি মুখে ক্যামেরার দিকে তাকান। আর তাঁর নতুন লুক দেখে চমকে ওঠেন ফোটোগ্রাফাররা। সাদা দাড়ি রেখেছেন আমির। এক ফোটোগ্রাফার বলেন, ‘দারুন লুক স্যার’, আরেকজন বলেন, ‘আরে বাহ’!গত মাসেই ‘লাল সিং চাড্ডা’র শ্যুট শেষ করেছেন আমির! হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’র হিন্দি রিমেক এই ছবি। ছবিতে বেশ কয়েকটি লুকে দেখা যাবে আমিরকে। যা কয়েক দশক ধরে চলা তাঁর চরিত্রের জার্নি ফুটিয়ে তুলবে। ছবিতে আমিরের সাথে অভিনয় করেছেন করিনা কাপুর, নাগা চৈতন্য। প্রসঙ্গত, এই ছবির শ্যুট চলাকালীনই বিচ্ছেদের ঘোষণা করেন এই দুই অভিনেতা। ১৫ বছরের দাম্পত্য ভেঙে দেন আমির। যদিও তারপরেও প্রাক্তন স্ত্রী কিরণের সাথে শ্যুটে উপস্থিত ছিলেন। কিরণ এই ছবির সহকারি প্রযোজক। একইসঙ্গে, ৪ বছরের বিবাহিত জীবন ভেঙে দেওয়ার কথা জানান নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি। আর নাগা-সামান্থার ডিভোর্সের জন্য কিছু মানুষ (পড়ুন কঙ্গনা রানাওয়াত) দোষী করেন সেই আমিরকেই।