কোচবিহারের শীতলকুচিকাণ্ডের জল গড়িয়েছে বহুদূর। এই ঘটনাকে ঘিরে প্রায় রোজই বিজেপি ও তৃণমূল যুযুধান দুই শিবিরই একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার নতুন মাত্রা যোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীতলকুচিকাণ্ড নিয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি। স্পষ্টতই এদিন তিনি জানিয়ে দেন, দুষ্কৃতী ও সমাজবিরোধীদের সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়'। এই ধরনের দুষ্কৃতীদের সমর্থন করে বাংলার এই দুর্দশা করেছেন মমতা।'এদিকে ইতিমধ্যেই শীতলকুচিকাণ্ডকে ঘিরে বিভিন্ন নির্বাচনী সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন তৃণমূল নেত্রী। এমনকী শীতলকুচিতে গিয়ে মৃতদের পরিজনদের সঙ্গেও তিনি সম্প্রতি দেখা করেছেন। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। ভোটারদের বুক লক্ষ্য করে গুলি করা হয়েছে বলেও তিনি জনসভা থেকে তোপ দেগেছেন। এবার মমতার সেই কথারই কার্যত জবাব দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, শীতলকুচিতে কেন গুলি চালানো হল? দুষ্কৃতীদের সমর্থন করছেন তিনি।তারা ওখানকার ভোটার ছিলেন না। আধা সামরিক বাহিনী দুষ্কৃতীদের কোথায় গুলি করবে সেটা তো তাঁরা বুঝবেন।' বিজেপির উপর একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে এবার দিলীপ ঘোষের জবাব, ‘ওনারা চাইছেন যাতে মানুষ ভোট দিতে না পারেন। ওনারা কিছু মানুষকে দিয়ে ভোট করিয়েছেন। কিছু মানুষকে ভয় দেখানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।’ দিলীপ ঘোষের বিশেষ সংযোজন, '২রা মে'র পর দিদির সুর মাখনের মতো নরম হয়ে যাবে।'