মহেশ্বরমে বিআরএসের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। এই কেন্দ্রের দলের প্রার্থী হয়েছেন শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি। সেখানে বক্তৃতা দিতে গিয়ে চন্দ্রশেখর রাও বলেন, ‘আমরা মুসলিম যুবকদের কথা ভাবি। তাদের জন্য হায়দরাবাদের কাছে একটি বিশেষ আইটি পার্ক তৈরি করব।’
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলি। সংখুলঘুদের মন পেতে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রক্ষা সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর দল আবার ক্ষমতায় আসলে মুসললিম যুবকদের জন্য একটি বিশেষ তথ্য প্রযুক্তি পার্ক স্থাপন করা হবে।
মহেশ্বরমে বিআরএসের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। এই কেন্দ্রের দলের প্রার্থী হয়েছেন শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি। সেখানে বক্তৃতা দিতে গিয়ে চন্দ্রশেখর রাও বলেন, ‘আমরা মুসলিম যুবকদের কথা ভাবি। তাদের জন্য হায়দরাবাদের কাছে একটি বিশেষ আইটি পার্ক তৈরি করব। আইটি পার্কটি পাহাড়ি শরীফের কাছে থাকবে।’ তিনি জানান, তাঁর সরকার সকলের সঙ্গে সমান আচরণ করে এবং সবার জন্য সমান সুযোগে বিশ্বাস করে। তিনি বলেন, ‘আমরা পেনশন দিচ্ছি যা মুসলমানরাও পাচ্ছে। আমরা আবাসিক স্কুল খুলেছি যেখানে মুসলিম ছাত্ররাও পড়াশোনা করে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই।’
অন্যদিকে, এদিন বিজেপিকেও তিনি আক্রমণ করেছেন। চন্দ্রশেখর রাও পদ্মশিবিরকে নিশানা করে বলেন, ‘ বিজেপি দেশের পরিবেশ নষ্ট করছে। এতে কারও কোনও লাভ নেই। বিজেপিকে ভয় পাওয়ার দরকার নেই। তাদের মেয়াদ মাত্র কয়েক দিনের। তারা কেন্দ্রে আর বেশিদিন থাকবে না। মানুষ যখন বুঝতে পারবে, তখন তারাই বিজেপিকে তাড়িয়ে দেবে। তারপর দেশে আর কোনও অশান্তি ছড়াবে না।’