আজ রাজস্থানের ২০০টি বিধানসভা আসনের ১৯৯টিতে ভোটগ্রহণ। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই নির্বাচন। শ্রীগঙ্গানগর আসনের বিদায়ী বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী গুরমীত সিং কোনারের মৃত্যুর জেরে সেই আসনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। বিগত কয়েক বছর ধরেই রাজস্থানে লাগাতার দু'বার কোনও দল ক্ষমতা ধরে রাখতে পারেনি। এর আগে ২০১৮ সালে ম্যাজিক ফিগার থেকে মাত্র ১টি আসন কম পেয়েছিল কংগ্রেস। তাদের ঝুলিতে গিয়েছিল ১০০টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ৭৩টি আসন। এই আবহে 'ট্রেন্ড' বজায় রেখে ক্ষমতা পুনর্দখলের আশায় বিজেপি। এর নেপথ্যে আছে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, গত লোকসভা নির্বাচনের ফলাফল সহ একাধিক বিষয়। তবে কংগ্রেসও আশা ছাড়তে নারাজ। আর তাদের অন্যতম বড় হাতিয়ার ওপিএস। যে মন্ত্রে হিমাচলের ভোট বৈতরণী পার করেছিল হাত শিবির। আর রাজস্থানের নির্বাচনই স্থির করে দিতে পারে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ওপিএস বড় ইস্যু হবে কি না। (আরও পড়ুন: অবশেষে বাড়তে চলেছে ডিএ, ডিসেম্বরে যেকোনও দিন আসতে পারে সুখবর)