দিনহাটায় ভোটপ্রচারে গিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নির্বাচনী জনসভায় তিনি দাবি করেন, বিজেপিতে যোগদান করতে তাঁর হাত ধরে অনুরোধ করেছিলেন উদয়ন। শুভেন্দুর দাবি উড়িয়ে উদয়ন গুহ বলেন, যে নিজে অমিত শাহের পা ধরে বিজেপিতে যোগদান করেছে তার হাত কেন ধরতে যাব?
উদয়নকে হুঁশিয়ারি
এদিনের সভায় শুভেন্দুর আক্রমণের অন্যতম নিশানা ছিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বলেন, ‘এখানকার উদয়ন গুহ, কোথায় আপনি? আপনার লেকচার আমি শুনেছি। আপনি বলেছেন না, বিরোধী দলনেতা দিনহাটায় এলে না কি বেঁধে রাখবেন? কোথায় যেতে হবে বলুন? আপনি যদি কমল গুহবাবুর সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন। আমি যাচ্ছি। সিকিউরিটি ছাড়াই যাব’।
এর পরই বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। বলেন, ‘২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সল্টলেকে সুনীল মণ্ডলের ফ্ল্যাটে বিজেপিতে যোগদান করতে চেয়ে আমার হাত ধরেছিল উদয়ন গুহ।’ শুভেন্দুর ঘোষণা, উদয়নের জন্য বিজেপির দরজা চিরদিন বন্ধ থাকবে।
উদয়নের জবাব
শুভেন্দুর মন্তব্যের জবাবে উদয়ন বলেন, ‘আমার এত খারাপ দিন আসেনি যে বিজেপিতে যোগদান করতে যাব। তাও আবার এমন একজনের হাত ধরে যে নিজে অমিত শাহের পা ধরে বিজেপিতে যোগদান করেছিল। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই থাকব।’