ভোট সত্যিই বড় বালাই। কেউ রান্নাঘরে ঢুকে পড়ছেন। কেউ আবার ভোটারের ঘরে ঢুকে মাদুর পেতে গল্প করতে শুরু করে দিচ্ছেন। ভোটের প্রচার শুরু হতেই নানা ভোটরঙ্গ ক্রমেই সামনে আসছে। আর এবার সামনে এল এমন ছবি যা দেখে হাসির রোল নেটপাড়ায়। তেমনই একটি ছবি পোস্ট করেছেন তৃণমূল নেতা ঋজূ দত্ত। এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, সাবান মাখছেন এক যুবক। সারা শরীরে সাবানের ফেনা। তার পাশে হাসিহাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন হিরণ চট্টোপাধ্য়ায়।কিন্তু অনেকের মতে, এই ছবিটা গত বিধানসভা ভোটের। ২০২১ সালের মার্চ মাসে এই ধরনের একটি ছবি ভাইরাল হয়েছিল। সেই সময় এই ধরনের একটি ছবিকে ঘিরে ট্রোল করা হয়েছিল হিরণকে। তবে এবারের ভোটপর্বে এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে মনে করা হচ্ছে পুরনো ছবিকে সামনে এনে ফের বাজার গরম করা চেষ্টা করছে তৃণমূল। এক নেট নাগরিক এই ছবি দেখে লিখেছেন, আবার সাবান কেস?তৃণমূল নেতা ঋজূ দত্ত তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান ঘাটাল থেকে ভোটে লড়ছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর একটি ছবি আপনাদের দেখাচ্ছি। বিজেপি মানুষকে শান্তিতে স্নান করতেও দেবে না। দেখুন বেচারাকে সারা শরীরে সাবান মেখেছেন। তাঁকে যে খুব খুশি রয়েছেন এমনটা নয়। এরপর লেখা হয়েছে কম সে কম একবার তো স্নান করতে দাও…তবে এই ছবি কবেকার সেকথা তৃণমূল মুখপাত্র কিছু জানাননি। কিন্তু অনেকের মতে এই ছবি পুরনো। এবারের ভোটের নয়। এদিকে প্রশ্ন উঠছে ২০২১ সালের বিধানসভা ভোটে ঠিক একই ধরনের একটি ছবি ভাইরাল হয়েছিল। তখন খড়্গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন হিরণ। সেই সময় ওই ছবিকে ঘিরে হাসির রোল উঠেছিল। তবে কি আর কোনও ইস্যু না পেয়ে সেই পুরনো ছবিকে সামনে এনে হিরণকে খোঁচা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল? তবে এভাবে পুরনো ছবি পোস্ট করে আদপে অস্বস্তিতে পড়ল কারা, তৃণমূল নাকি বিজেপি?ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন হিরণ চট্টোপাধ্য়ায়। দুই অভিনেতার লড়াইকে ঘিরে সরগরম ঘাটাল। ঘাটাল মাস্টারপ্ল্যান কেন হল না তা নিয়েও দুই শিবির একে অপরের বিরুদ্ধে কাদা ছুঁড়ছেন। কার্যত মর্যাদার লড়াইতে নেমেছেন দুজনেই। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। উভয়ই রাজনীতির ময়দানে একবারে দাপিয়ে প্রচার করছেন। তার মধ্য়েই সামনে এল এই সাবান মাখা যুবকের সঙ্গে হিরণের ছবি।