আসন্ন রাম নবমীতে রাজ্যে হিংসার সম্ভাবনা উড়িয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভায় একথা বলেন তিনি।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘এবারের রাম নবমীতে ফুল পড়বে। কোথাও ঢিল পড়বে না। আমি শুভেন্দু অধিকারী। ২২ সালে লক্ষ্মীপূজার দিন মোমিনপুর, ইকবালপুরে হামলা করেছিল। এমন টাইট দিয়েছি যে ২৫টা এখনো জেলে। এখন ওখানে লক্ষ্মী পূজা হয়। দেখলেই বলে নমস্কার। ক’দিন আগে গেছিলাম। মেটিয়াবুরুজে বাড়ি পড়ে গেছে। সবার নমস্কার দিচ্ছে সালাম দিচ্ছে। কী সুন্দর ভদ্র পরিবেশ। এটাই তো চাই আমরা। কেউ স্বইচ্ছায় করেন, কেউ ঠেলায় পড়ে করেন। তৃণমূলের লোকেরা ঠেলায় পড়ে এখন ভয় করছে’।
শুভেন্দু অধিকারীর দাবি, ‘গতবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উসকানিতে গোলমাল হয়েছে ডালখোলাতে, হাওড়ার শিবপুরে, পাশে রিষড়ার শ্রীরামপুরে। রাম নবমীর মিছিলে। অন্য কোনও মিছিলে হয় না। অন্য কোনও ধর্মের শোভাযাত্রায় হয় না। কারণ আমরা তো উসকানি দিই না। বিশ্ব নবি দিবসে ১ হাজার মিছিল বেরোয়। আমরা নমস্কার করি মিছিল গেলে। গাড়ি নিয়ে দেলে সরে যাই। এটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গিয়েছেন। নিজ ধর্মের প্রতি আস্থাশীল। অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আর এই একজন জালি সনাতনি মমতা ব্যানার্জি, সব জায়গায় উসকে উসকে দু’দিন ধরে বলছেন সব জায়গায়। এই রাম নবমী আসছে। এই গোলমাল হবে। এই হনুমানরা নমবে। সব আমরা হনুমানের দল। নিশ্চিন্ত থাকুন। সতেরোটা জেলে গেছে ডালখোলাতে। শিবপুরে তৃণমূল নেতা শামিম আহমেদসহ ১১টা জেলে। আভি রিষড়া - শ্রীরামপুর বাকি হ্যায়। এবারে কিচ্ছু হবে না। এবারে সব শান্তিতে করবেন। নিজ ধর্মের জয়ধ্বনী করবেন। অপরকে আঘাত করে এমন কথা বলবেন না’।