মেদিনীপুরে মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে ইঁট ও বোতল ছোড়ার অভিযোগ তৃণমূলি দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে মিঠুন চক্রবর্তীর কোনও আঘাত লাগেনি।
আরও পড়ুন: ‘অশুভ শক্তি’র বিনাশের ডাক দিয়ে খালি পায়ে কলকাতার রাজপথে হাঁটবেন সাধু - সন্ন্যাসীরা
পড়তে থাকুন: দাঙ্গা করিয়েছেন, মসজিদ ভেঙেছেন, কার্তিক মহারাজকে ফের বেলাগাম আক্রমণ মমতার
মঙ্গলবার মেদিনীপুর শহরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। শোভাযাত্রা কিছু দূর এগোতেই রাস্তার পাশে বেশ কিছু পোস্টার হাতে দাঁড়িয়েছিল কয়েকজন তৃণমূলি দুষ্কৃতী। মিছিল এগোতেই তাদের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা বেঁধে যায়। অভিযোগ মিঠুনের হুড খোলা গাড়ি সেখানে পৌঁছতেই গাড়ি লক্ষ্য করে ইঁট ও বোতল ছোড়া শুরু করে তারা। সঙ্গে সঙ্গে ময়দানে নামে পুলিশ। হামলাকারীদের কোনও ক্রমে নিরস্ত করে পুলিশকর্মীরা। তবে এই ঘটনায় মিঠুন বা অগ্নিমিত্রার কোনও আঘাত লাগেনি।
আরও পড়ুন: মমতার হুমকির পর জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের আশ্রমে হামলা হয়েছে, দাবি মোদীর