রানাঘাট কেন্দ্রে ভোটগ্রহণের ২ দিন আগে বিজেপিতে যোগদান করলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। শনিবার রানাঘাট কেন্দ্রের অন্তর্গত তাহেরপুরে মিঠুন চক্রবর্তীর হাত থেকে বিজেপির পতাকা নেন তিনি। এর পর মুকুটমণির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন স্বস্তিকা। বলেন, ‘ওকে ভোট দেবেন না। আমাকে যেমন ঠকিয়েছে আপনাদেরও ঠকাবে।’
আরও পড়ুন: 'যত সময় যাবে, তত বিকৃত হতে পারে প্রমাণ', রামনবমী হিংসা নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের
পড়তে থাকুন: 'ভারতে সংখ্যালঘুরা বিপন্ন…',মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির ডেটা তুলে ধরে আবেদন মোদীর
এদিন রানাঘাটের তাহেরপুরে জনসভা করেন মিঠুন চক্রবর্তী। সেখানে দেখা যায় স্বস্তিকাকে। মিঠুনের হাত থেকে বিজেপির পতাকা নিয়ে তিনি বলেন, ‘গত বছর ২৩ মে আমার সঙ্গে মুকুটমণি অধিকারীর রেজিস্ট্রি করে বিয়ে হয়। তার আগে আমি ডেনমার্কে ছিলাম। আমাকে বার বার ফোন করে ডেকে এনে ও বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই বেপাত্তা হয়ে যায়। আমি ওর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছি। হাইকোর্ট সব জানে। ওকে একটাও ভোট দেবেন না। আমাকে যেমন ঠকিয়েছে আপনাদেরও ঠকাবে।’
আরও পড়ুন: বাংলায় ক্লিন সুইপ 'দেখছেন' মোদী, শাহের গলায় আবার 'নির্দিষ্ট আসন সংখ্যা'