নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে যা আইনি ব্যবস্থা করতে হয় করে এই যে গরিবের ৩০০০ কোটি টাকা যাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছিল তাদের সবাইকে টাকা ফেরত দিতে চাই, বলেন প্রধানমন্ত্রী
Ad
কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রে বিজেপির সরকার গঠনের সঙ্গে সঙ্গে বাংলায় ঘুষের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। বুধবার কৃষ্ণনগররে রানিমা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ইডি যে ৩০০০ কোটি টাকা অ্যাটাচ করেছে তা যাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছিল তাদের ফেরত দিতে কোনও একটা ব্যবস্থা করব।
এদিন প্রধানমন্ত্রীকে রানিমা বলেন, ‘আমার বিরুদ্ধে তৃণমূল প্রচার করছে যে রাজা কৃষ্ণচন্দ্র রায় ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে প্রজাদের ওপর অত্যাচার করতেন।’ একথা শুনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তো ছোট বেলায় স্কুলে রাজা কৃষ্ণচন্দ্রের সংস্কারমূলক কাজকর্ম সম্পর্কে পড়েছি। ভোটব্যাঙ্কের রাজনীতি যারা করে তারা আজে বাজে যা খুশি বলবে। ২০০ – ৩০০ বছরের পুরনো ঘটনাকে নিয়ে বদনাম করার চেষ্টা করবে। ওরা এখন যে পাপ করেছে তাকে লুকাতে এরকম জিনিস ওরা খুঁজে বেড়ায়। কিন্তু ভগবান রামের কথা বললে বলে, প্রমাণ কোথায়? ওদের দ্বিরাচিতা নিয়ে আপনি একদম মানসিক উদ্বেগে ভুগবেন না’।
দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াই জারি থাকবে বলে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে দুর্নীতিবাজরা একজোট হয়েছে। তারা এখন একে অপরকে বাঁচানোর চেষ্টা করছে। যারা একসময় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করত তারাও এখন পরস্পরকে বাঁচানোর চেষ্টা করছে। দেশের থেকেও তাদের কাছে গুরুত্বপূর্ণ হল ক্ষমতা’।
এর পরই রানিমাকে ফোনে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বাংলায় ইডি এদের প্রায় ৩ হাজার কোটি টাকা অ্যাটাচ করেছে। এটা গরিবের টাকা। কেউ শিক্ষক হওয়ার জন্য টাকা দিয়েছে। কেউ করণিক হওয়ার জন্য টাকা দিয়েছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে যা আইনি ব্যবস্থা করতে হয় করে এই যে গরিবের ৩০০০ কোটি টাকা যাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছিল তাদের সবাইকে টাকা ফেরত দিতে চাই। এর কোনও একটা রাস্তা আমি বার করব। আপনি বাংলার মানুষকে এটা বলুন’।
মোদীজিকে রানিমা বলেন, ‘আমি গ্রামে গেলে লোকে বলে, মহুয়া মৈত্র যা করেছে তাতে ওকে জেলে যেতেই হবে।’ এর পর রানিমা অমৃতা রায়কে জয়ের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মঙ্গলবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তাঁকে শক্তিস্বরূপা বলে উল্লেখ করেন তিনি।