এর আগেও ইভিএম নিয়ে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থদফা মিটতেই কৃষ্ণনগর কেন্দ্রে ইভিএমে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার কল্যাণীর সভা থেকে মমতা বলেন, 'কৃষ্ণনগরে 'ইভিএম খুলছে দেখা যাত্থে তৃণমূলে ভোট দিচ্ছে ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে।' ভোট দেওয়ার সময় এই ধরনের ঘটনা হলে তৃণমূল নেত্রী রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, 'এই ধরনের ঘটনা হলে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ান। আটকানো হয়েছে। মেশিন বদলানো হয়েছে। এরা (বিজেপি) কী যে করতে পারে তা কল্পনা করতে পারবেন না। এরা জানে হারছে। তাই ইভিএম যেথানে থাকবে, সেখানে যাতে আলো বন্ধ করতে না পারে, মেশিন বদলাতে না পারে, সেটা দেখা যেমন আয়োজকদের (কমিশন) দায়িত্ব তেমনি পুলিশের দায়িত্ব। মানুষ ভোট দেবে, সেই ভোট যেন সযত্নে রক্ষা করা হয়।'
প্রসঙ্গত, এদিনের সভায় নির্বাচন কমিশনকে একহাত নেন মমতা। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের একাংশ বিজেপির কথা কথায় কাজ করছে।
আরও পড়ুন। ‘রোজ বলছে তৃণমূল চোর, আমি যাচ্ছি মানহানির মামলা করতে’, শ্রীরামপুর থেকে হুঙ্কার মমতার
ভোটের ফল নিয়ে ভবিষ্যৎবাণী
এদিনের জনসভায় ভোটের ফল নিয়ে আরও একবার ভবিষ্যৎবাণী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে বিজেপি কত আসন পাবে, ইন্ডিয়া জোট কত পাবে তা জানিয়ে দেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আগেরবার আমরা আঁচ করেছিলাম মোদীবাবু আসছেন। এবার যদি জিজ্ঞাসা করেন কোনও খবর আছে? তাহলে বলব হাঁ আছে। এবার হাওয়া বদল হচ্ছে। চতুর্থ দফা হয়ে গিয়েছে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে ১৯৫ থেকে ২০০ মধ্যে থাকবে বিজেপি। আর ইন্ডিয়া জোট ২৯৫ থেকে ৩১৫ পাবে।' তিনি বলেন, 'এবার বলছে চারশ পার আমি বলি পগারপার।'
আরও পড়ুন। 'কয়েকজন বিজেপির হাতের পুতুল,' নির্বাচন কমিশনকে সম্মান জানিয়েও নিশানা মমতার
সন্দেশখালি প্রসঙ্গ
সন্দেশখালি প্রসঙ্গে এদিন মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, সিপিএমের লোকজন বিজেপিতে যোগ দিয়ে এখন অত্যাচার চালাচ্ছে। মমতা বলেন, 'সিপিএম-এর হার্মাদগুলোই এখন বিজেপির ওস্তাদ। ওরা জানে না মা-বোনেদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনেদের অসম্মান করাটা বড় কথা। মা-বোনেদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছ। তারা বলছে, আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা।' যারা শান্তিতে মদত দিয়েছে তাঁদের গ্রেফতার করার দাবি করেন তৃণমূল নেত্রী।