বিজেপি নেতারা বাংলায় এসে ভোট লুঠের অভিযোগ করেন। এখন লোকসভা নির্বাচন চলছে। তার মধ্যেই দেখা গেল একটি লোকসভা কেন্দ্রে পুনরায় নির্বাচন করতে চলেছে নির্বাচন কমিশন। চতুর্থ দফার ভোটপর্বের আগে এমন পরিস্থিতি দেখা গেল খোদ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর গড় গুজরাট রাজ্যে! শুনতে অবাক লাগলেও বিষয়টি এমনই ঘটেছে। গুজরাটের দাহোদ লোকসভা কেন্দ্রের পার্থমপুর বুথে নির্বাচন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। আর সেখানেই পুনর্নির্বাচন হবে ১১ মে। কারণ এখানে গত মঙ্গলবার ভোট চলাকালীন বুথ দখল করা হয়েছিল। আর এই কাজ করেছিল বিজেপি সদস্যের ছেলে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিজয় ভাভোর নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
এই গ্রেফতারের ঘটনাতেই থেমে থাকেনি বিষয়টি। পাঁচজন নির্বাচন কমিশনের অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে প্রিসাইডিং অফিসার এবং কনস্টেবলও রয়েছে। আর দাহোদ লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে ঘটনার তথ্য–প্রমাণ পেশ করতে বলা হয়েছে। অভিযোগ উঠেছে, বিজেপি নেতার এই ছেলে বিজয় ভাভোর বিকেল ৫টা ৪৯ মিনিটে বুথের ভিতর প্রবেশ করে এবং ৫টা ৫৪ মিনিটে বুথ থেকে বেরিয়ে যায়। সেখান থেকে লাইভ করে এবং দেখা যায় দু’জনের ভোট নিজে দিয়েছে বিজয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হলে তা ডিলিট করে দেওয়া হয়। তবে পুলিশ এমনই তথ্য পেয়েছে।
আরও পড়ুন: সুইটি, বেবি সবসময় যৌন আবেদন নয়, মামলার শুনানিতে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
এই ঘটনা সারা ভারতে এখন ছড়িয়ে পড়েছে। খোদ প্রধানমন্ত্রী–স্বরাষ্ট্রমন্ত্রী গড়ে যদি এমন বুথ দখল করে ভোট দেওয়া হয় তাহলে তাঁরা কোন মুখে অন্যান্য রাজ্যে বুথ দখলের অভিযোগ তোলেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন এখানে হয়নি। এই ভিডিয়ো ফাঁস না হলে তা জানাও যেত না। বিজেপি বুথ দখলের অভিযোগ তখন স্বীকার করত না। এখন প্রশ্ন, আরও কোথাও এমন হয়েছে? যা জানা যায়নি। এই নিয়ে বিজেপি নেতারা মুখে কুলুপ এঁটেছেন। অথচ বাংলা–সহ নানা রাজ্যে এসে বিজেপি নেতারা ভোট লুঠের অভিযোগ করেন।