রাত পোহালেই লোকসভা নির্বাচনের গণনা এবং ফলপ্রকাশ হবে। তার আগে আবার স্বস্তি পেলেন বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র। আজ, সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে এই স্বস্তি মেলে। ভোটের মুখে আগেও তাঁকে স্বস্তি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১৪ জুন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ বলে নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকী যে রক্ষাকবচের জন্য রেখা আবেদন করেছিলেন, তাও মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। এবার সেটার সময়সীমা বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট।
আজ, সোমবার কলকাতা হাইকোর্টে আবার স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। আগামী ৫ জুলাই পর্যন্ত রেখা পাত্রের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সন্দেশখালি নিয়ে স্টিং অপারেশনের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিজেপির সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের পাশাপাশি রেখা পাত্রের বিরুদ্ধেও সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। যার তদন্ত শুরু করে পুলিশ। তখনই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী। ভোটের মরশুমে রক্ষাকবচের আবেদন করে পান রেখা। এবার তার মেয়াদ বাড়ল।
আরও পড়ুন: ‘বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলবে’, মাটি কামড়ে গণনাকেন্দ্রে পড়ে থাকার দাওয়াই দিলেন কুণাল
এদিকে বসিরহাটে নির্বাচনের দিন হিংসার ঘটনায় সন্দেশখালিতে আরও সাতজনকে গ্রেফতার করল পুলিশ। আজ, সোমবারই ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের সবাই বিজেপি কর্মী। আগেও পাঁচজনকে এই কারণে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের উপর আক্রমণ করার জেরে মোট গ্রেফতার সংখ্যা দাঁড়াল ১২। এটা পরে বাড়বে কিনা সেটা সময় বলবে। পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গোলমাল ঘটানোর অভিযোগে আগেই বিজেপির পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ভোটের ফলপ্রকাশের ঠিক আগের দিন আরও সাতজনের গ্রেফতারির খবর সামনে এল।