বিরোধীরা বিভ্রান্তি তৈরি করবে, কিন্তু মা ভারতীর ওপর বিশ্বাস রাখেন এমন প্রতিটি পরিবারকে নাগরিকত্ব দেবেন মোদী। বৃহস্পতিবার কোচবিহার রাসমেলা ময়দানে নির্বাচনী সভায় এই ভাষাতেই রাজ্যের মতুয়া ও উদ্বাস্তু সমাজকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: BJPকে ভাষাজ্ঞান শেখাতে শেখাতে প্রকাশ্য মঞ্চে ‘শা*’ বলে ফেললেন মমতা
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল, বাম ও কংগ্রেসের ইন্ডি জোট শুধুমাত্র মিথ্যা ও গুজব ছড়ানোর রাজনীতিতেই মেতে আছে। এরা রাজবংশী, নমঃশূদ্র ও মতুয়া সাথীদের কথা কখনও ভাবেনি। আজ যখন বিজেপি সরকার CAA এনেছে তখন এরা গুজব ছড়াচ্ছে। মা ভারতীর ওপর বিশ্বাস রাখেন এমন প্রতিটি পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদীর গ্যারান্টি’।
রাজ্যের মানুষকে সতর্ক করে মোদী বলেন, ‘আমি পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারকে বলব। এই তৃণমূলের লোকেরা, বামেরা ভয় দেখাবে। অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করবে। কিন্তু আপনারা ১০ বছর আমার কাজ দেখেছেন। আপনি মোদীর গ্যারান্টিতে ভরসা রাখতে পারেন। তৃণমূল, বাম ও কংগ্রেসের রাজনীতি মিথ্যা, বিভ্রান্তি তৈরি ও অপপ্রচারের ওপর টিকে আছে। ইন্ডি জোটই মিথ্যা ও বিভ্রান্তির সব থেকে ভালো উদাহরণ’।
আরও পড়ুন: নির্দেশ অমান্য করে বালুর বাড়তি স্বাস্থ্য পরীক্ষা, SSKMএর কাজে ক্ষুদ্ধ আদালত