সামনেই লোকসভা নির্বাচনের দিন। তার আগে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার সাগরদিঘি এলাকায় রাতের অন্ধকারে ভোটারদের মধ্য়ে টাকা বিলির অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে সাগরদিঘি এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের বিরুদ্ধে এই টাকা বিলির অভিযোগ উঠেছে। তবে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ একেবারেই মানতে চাননি।
আগামী ৭ মে ভোট। এবারও মুর্শিদাবাদে জোর লড়াই। একেবারে ত্রিমুখী লড়াই। আর সেই লড়াইতে জায়গা করে নিতে রাতের অন্ধকারে টাকা বিলির অভিযোগ। বিজেপির তরফ থেকে এনিয়ে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তোলা হয়েছে।
বিজেপির দাবি জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের ভাইপো আনারুল হক ওরফে বিপ্লব। সেই ভাইপোর বিরুদ্ধেই টাকা বিলির অভিযোগ। বিজেপির দাবি, রাতের অন্ধকারে কাবিলপুর এলাকায় টাকা বিলি করছিলেন। সেই সময় তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। উত্তেজিত জনতা তার গাড়ি ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। পুলিশ গিয়ে কোনওরকমে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে। তবে টাকা বিলির অভিযোগ একেবারেই মানতে চাননি আনারুল।
আনারুলের দাবি, কাবিলপুরে আমাদের দলের একটা রুদ্ধদ্বার বৈঠক ছিল। সেই বৈঠক শেষ করে বাড়ি ফিরছিলাম। সেই সময় কয়েকজন যুবক আমার গাড়িতে হামলা চালায়। আমি গোটা ঘটনার ভিডিয়ো করেছি। এমনকী তাঁর দাবি, গাড়িতে কোনও টাকা পাওয়া যায়নি।