ফের রাজ্যে নির্বাচনী সন্ত্রাসে আক্রান্ত শৈশব। এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের সময় বোমাবাজিতে পা ঝলসে গেল এক শিশুর। এই ঘটনায় আর ৪ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
বুধবার দুপুরে বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে দেওয়াল লিখনকে কেন্দ্র করে রেজিনগরের আন্দুলবেড়িয়ায় দলীয় গোষ্ঠীসংঘর্ষ শুরু হয়। দলের ব্লক সভাপতি মাঞ্জু শেখের সঙ্গে মুর্শিদাবাদ তৃণমূলের চেয়ারম্যান রবিউল ইসলামের সমর্থকদের সংঘর্ষ বাঁধে।
ভর দুপুরে বোমাবাজি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে রবিউলের গোষ্ঠীর লোকেরা দেওয়াল লিখছিল। তখন এলাকাতেই ছিলেন মাঞ্জু শেখ। রবিউল আর মাঞ্জুর মধ্যে এলাকা দখলের লড়াই বেশ পুরনো। এদিন রবিউলের গোষ্ঠীর লোকেদের ওপর হামলা চালায় মাঞ্জুর শাগরেদরা। একের পর এক বোমা পড়তে শুরু করে এলাকায়। তখন বাড়ির সামনে দশ বছরের এক শিশু দাঁড়িয়ে ছিল। বোমা এসে পড়ে তার সামনে। বোমার স্পিন্টারে তার পা ঝলসে যায়। বোমায় আহত হন আরও ৫ জন। এর আগেও একাধিকবার এলাকায় ২ গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে বলে দাবি স্থানীয়দের।
আহত শিশুটিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখেছে তারা। দিনে দুপুরে বোমাবাজিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, কমিশন যখন নিরাপত্তার জন্য শ’য়ে শ’য়ে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে দাবি করছে, তখন দুষ্কৃতীরা দিনে দুপুরে বোমাবাজি করার সাহস পাচ্ছে কী করে?