গুজরাটে কি আরও এক রেকর্ডের পথে বিজেপি? নাকি শেষ মুহূর্তে সব অঙ্ক পাল্টে দিয়ে অন্য কোনও রাজনৈতিক চমক দেখা যেতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে রাত পোহালেই। ৮ ডিসেম্বর ফলাফল প্রকাশিত হতে চলেছে গুজরাট বিধানসভা নির্বাচনের। বিজেপি বনাম কংগ্রেস যে মাটিতে সম্মুখ সমরের দুই কেন্দ্রীয় চরিত্র হিসাবে গত কয়েক বছরে ছিল, সেই বিন্যাসে এবারের অন্যতম রাজনৈতিক চরিত্র আম আদমি পার্টি।
কংগ্রেসের ভোট ব্যাঙ্কে আম আদমি পার্টি আদৌ থাবা বসাতে পারবে, নাকি নিজের চেনা ঘরানার ভোটব্যাঙ্ক কংগ্রেস ধরে রাখতে পারবে, তারও ফলাফল জানা যাবে ৮ ডিসেম্বর। এদিকে, সপ্তমবারের জন্য গুজরাটে ফের বিজেপি সরকার আসবে কি না তারও সদুত্তর মিলতে পারে এই ফলাফলে। এদিকে, একাধিক এক্সিট পোলে বিজেপির দাপুটে নিশান ওড়ার কথা বলা হয়েছে আভাসে। সেই দিক থেকে ২০২৪ সালের লোকসভা ভোটের আে কংগ্রেস কোন পথে স্ট্র্যাটেজি সাজায় সেই দিকটি নিয়েও খানিকটা আভাস মিলতে পারে গুজরাট বিধানসভা নির্বাচনে।
ভোটের ফল প্রকাশের আগেই কংগ্রেসের ৩০ কর্মীর বহিষ্কার হিমাচলে, শুরু অপেক্ষার পালা
এক্সিট পোল কী বলছে?
গত ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর গুজরাটে সম্পন্ন হয়েছে ভোট পর্ব। বিজেপির পক্ষে ২০২২ সালের গুজরাট বিধানসভা ভোটের হাওয়া থআকবে বলে পূর্বাভাস দিয়েছে বেশিরভাগ এক্সিট পোল। ১৮২ আসনের গুজরাট বিধানসভা ভোটে বিজেপির ঝোলায় ১২৯ থকে ১৫১ এর আশপাশে আসন থাকবে বলে মনে করা হচ্ছে এক্সিট পোলে। অন্যদিকে, কংগ্রেসের পক্ষে ১৬ থেকে ৩০ টি আসনের পূর্বাভাস রয়েছে। আপ ৯ থেকে ২১টি আসন ছিনিয়ে নিতে পারে।