মমতা বন্দ্যোপাধ্যায় ২০০ জনের মৃত্যু চান। তাই কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখেছেন তিনি। বুধবার সকালে নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘সংবাদমাধ্যমে দেখাচ্ছে ১৬, আসলে ১৯ জন মারা গিয়েছেন। মমতা ব্যানার্জি দায়ী রাজীব সিনহা দায়ী। সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখেছে। একটু আগেই খোঁজ নিলাম, সেন্ট্রাল ফোর্সকে জাতীয় সড়কে প্যারেড করাচ্ছে। ওরা মৃত্যু চাইছে। ২০০ জন মারা যাক চাইছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি দায়ী এজন্য। আর রাজীব সিনহা দায়ী। মেরুদণ্ড বন্ধক রেখে এই সব কাজ করছে’।বলে রাখি, ভোট ঘোষণার পর থেকে রাজ্যে হিংসায় খাতায় কলমে ১৬ জনের মৃত্যু হয়েছে। যদিও শুভেন্দুবাবু দাবি করলেন মৃতের সংখ্যা ১৯। সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও প্রথম থেকে ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু। এমনকী তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ঘনিষ্ঠ বলেও অভিযোগ করেন তিনি। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে লাগাতার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরোধিতা করে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। এমনকী বাহিনীর বিরোধিতায় সুপ্রিম কোর্টে গিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে তারা।