রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে সকাল থেকে চলছে মৃত্যুমিছিল। বিভিন্ন জেলায় ভোট হিংসায় এখনো পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। যদিও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার দাবি, ভোট শান্তিপূর্ণই হচ্ছে। আর ভোটে মৃত্যু হয়েছে ৩ জনের। বিভিন্ন জেলার জেলাশাসকদের পাঠানো রিপোর্ট সেকথা বলছে বলে দাবি করেছেন তিনি।শনিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব সিনহা বলেন, ‘আমার কাছে এখনো পর্যন্ত ৭ জনের মৃত্যু খবর এসেছে। এদের মধ্যে ৩ জন ভোটের সঙ্গে যুক্ত। জেলাশাসক ও পুলিশ সুপাররা যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে আমি এই তথ্য পেয়েছি।’শনিবার সকাল ৭টা থেকে রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ। আর ভোটগ্রহণের প্রথম প্রহর থেকে শুরু হয়েছে বেলাগাম হিংসা। বুথ দখল, ছাপ্পা, বোমা, বন্দুক, ব্যালট বাক্স ভাঙচুর বাদ নেই কিছুই। সংঘর্ষে এখনো পর্যন্ত রাজ্যে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরাই।রাজ্যে রক্তস্নাত পঞ্চায়েত হিংসা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে রাজ্য নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছেন শুভেন্দু বাবু।