রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে লাগাতার হিংসার পরেও নির্বিকার রাজ্য নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফোন করে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী বিকেলে কলকাতায় কমিশনের দফতরে গিয়ে তালা ঝোলাবেন বলেও হুঁশিয়ারি দিলেন তিনি।শনিবার ভোটগ্রহণ চলাকালীন নন্দীগ্রাম থেকে বেলা ১২টার কিছু পর রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফোন করেন শুভেন্দুবাবু। ক্ষুব্ধ বিরোধী দলনেতা সরাসরি তাঁকে প্রশ্ন করেন, আর কত রক্ত আপনার চাই? এর পর শুভেন্দুবাবুকে বলতে শোনা যায়, আপনি অফিসে থাকুন। বিকেলে আমরা যাচ্ছি। আপনার অফিসে তালা ঝোলাব।শনিবার সকাল ৭টা থেকে রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ। বেলা ১২টা পর্যন্ত হিংসায় প্রাণ গিয়েছে ৭ জনের। এদের মধ্যে ৫ জন তৃণমূলকর্মী। অভিযোগ, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই প্রায় কোথাও। অধিকাংশ বুথে ১ জন করে রাজ্য পুলিশের সশস্ত্র কর্মী রয়েছেন। যার ফলে কোথাও অশান্তি হলে তা রোখা সম্ভব হচ্ছে না একজন পুলিশকর্মীর বিরুদ্ধে। যদিও শনিবার কমিশন স্বীকার করেছে রাজ্যে পৌঁছেছে প্রায় ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে রাজ্যে।