অবশেষে কি যুদ্ধবিরতি? যাবতীয় আশঙ্কার অবসান ঘটিয়ে রবিবাসরীয় বর্ষামুখর বিকেলে রাজভবনে হাজির হলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। যাতে আপাতত, রাজ্যপালের সঙ্গে তাঁর সংঘাতের অবসান হল বলে মনে করা হচ্ছে।রবিবার বিকেলে কমিশনের দফতর থেকে বেরিয়ে রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার। সেখানে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেছিলেন, আমি নির্বাচন কমিশনারকে ডাকিনি। তিনিই আমার কাছে সময় চেয়েছেন। আমার তাঁর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার দরকার। তিনি যখন সেজন্য প্রস্তুত হবে তখন দেখা করবেন। তিনি যে ব্যস্ত রয়েছেন সেকথা আমি জানি। রাজ্যপালের এহেন মন্তব্যের পর বরফ গলার ইঙ্গিত মিলেছিল। রবিবার বিকেলে সেই বিবাদের অবসান হল হল বলে মনে করা হচ্ছে।বলে রাখি, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে বল্গাহীন হিংসার জেরে নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু নির্দিষ্ট দিনে রাজভবনে পৌঁছননি কমিশনার রাজীব সিনহা। জানিয়েছিলেন, মনোনয়ন পত্র পরীক্ষার কাজে ব্যস্ত রয়েছেন তিনি। এর পর রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যান করেন রাজ্যপাাল। যার ফলে কমিশনারের নিয়োগের বৈঠতা নিয়ে প্রশ্ন উঠে যায়। এর পর একাধিকবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমিশনারকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। প্রায় হপ্তাখানেক টানাপোড়েনের পর অবশেষে সেই সংকট কাটার সোনালি রেখা দেখা দিয়েছে।