রাজ্যে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ১০ পুলিশ আধিকারিককে কী ভাবে বদলি করল রাজ্য সরকার? জবাব চেয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিল বিজেপি। ২৪ ঘণ্টার মধ্যে ওই আধিকারিকদের বদলির সিদ্ধান্ত রাজ্য সরকার প্রত্যাহার না করলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে তারা।বুধবার নবান্ন থেকে জারি এক নির্দেশিকায় রাজ্যের ১০ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়। বিজেপির প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনকে নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে রয়েছে। তাহলে কী করে পুলিশ আধিকারিকদের বদলি করল রাজ্য সরকার। কেন সেই নির্দেশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করলেন না রাজ্য নির্বাচন কমিশনার। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের ওই নির্দেশিকা প্রত্যাহার করতে হবে বলে দাবি জানিয়েছে বিজেপি। নইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তারা।নিয়োগের পর থেকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের খুব ঘনিষ্ঠ এই প্রাক্তন IAS আধিকারিক। সেজন্যই তাঁর এক্তিয়ারে হস্তক্ষেপ করে রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি করলেও রাজীব সিনহা কোনও পদক্ষেপ করেননি বলে দাবি তাদের।