এবার ফের যৌন হেনস্থায় নাম জড়ালো আরসিবির তারকা পেসার যশ দয়ালের। আগেই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সেই মতো পুলিশি তদন্তও শুরু হয়েছিল। এবার অভিযোগ আরও গুরুতর। জানা যাচ্ছে এক মহিলার সঙ্গে তিনি গত দুবছর ধরে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং তাঁর সঙ্গে যৌন সম্পর্ক করেন। তাঁকে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে তাঁকে যৌন হেনস্থাও করেন।
এফআইআর অনুযায়ী এক মহিলা দাবি করেছেন, তাঁর যখন ১৭ বছর বয়স ছিল, তখন তাঁর দয়ালের সঙ্গে সাক্ষাৎ হয়। এরপর সেই মহিলাকে সিতাপুর এলাকার এক হোটেলে ডাকেন যশ, সেখানে তাঁকে ক্রিকেটের পাঠ দেওয়ার কথা বলেছিলেন যশ। কিন্তু ক্রিকেট ভুলে হোটেলে এরপর যশ দয়াল সেই নাবালিকাকে যৌন হেনস্থা করেন।
সেই নির্যাতিতার দাবি এই ঘটনা দুই বছর ধরে চলেছে, এমনকি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেও একাধিকবার এই কাজ করেছেন যশ। যেহেতু সেই মহিলা তখন ১৮ বছর পেরোননি, তাই পুলিশের তরফে পকসো আইনেই মামলা রুজু হয়েছে। এর আগে অবশ্য এলাহাবাদ হাইকোর্ট যশ দয়ালকে অক্সিজেন দিয়েছিল, জানিয়েছিল যে মহিলার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ঘটনায়, এখনই যশকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের পর যশ কিছুটা স্বস্তি পান। জুলাই মাসে ভারতীয় ন্যয় সংহিতার ৬৯ নম্বর ধারা অনুযায়ী যশের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের।
এবার সেই মামলায় একটু স্বস্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন মামলায় যশ জড়িয়ে পড়লেন, ফলে তাঁর ওপর চাপ যে বাড়ল সেকথা আর বলার অপেক্ষা থাকে না। গত বছর ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াডেও সুযোগ পেয়েছিলেন তিনি, চলতি বছর আরসিবির হয়ে আইপিএলও জেতেন। কিন্তু মাঠের বাইরের কাজেই এখন তিনি শিরোনামে উঠে এসেছেন।