সোমবার আফগানিস্তানের কাছে হেরে এমনিতেই বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। আর তাদের যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিয়েছেন পার্সি আবেসেকেরা। কে এই পার্সি আবসেকেরা?
শ্রীলঙ্কা ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক ছিলেন এই পার্সি আবেসেকেরা। সেই যৌবন থেকে বার্ধক্য- বছরের পর বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতায় শ্রীলঙ্কার ম্যাচ মানেই, হাজির থাকতেন পার্সি। বয়সের ভার তাঁকে কাবু করতে পারেনি। তিনি ক্রিকেটের প্রথম সুপার ফ্যান ছিলেন। দেশে, বিদেশে যেখানেই শ্রীলঙ্কা খেলতে নামুক না কেন, হাজির হয়ে যেতেন পার্সি আবেসেকেরা। শ্রীলঙ্কা ক্রিকেটের সেই একনিষ্ঠ সমর্থকই সোমবার দুপুরে ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন। দীর্ঘ রোগভোগের পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া শ্রীলঙ্কা ক্রিকেট মহলে।
সোমবার বিশ্বকাপের ম্যাচের আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কা জঘন্য হারটা আর দেখা হয়নি পার্সি আবেসেকেরার। যে ম্যাচে হেরে নিজেদের লড়াইটা কঠিনতম করে ফেলেছে শ্রীলঙ্কা, সেই ম্যাচের দিনই শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে তাঁর সব সম্পর্ক ভেঙে গেল। থাকল শুধু স্মৃতি।
আরও পড়ুন: ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা বধ- বিশ্বজয়ী তিন দলকে হারিয়ে ইতিহাস লিখে ফেলল আফগানিস্তান
শুধুমাত্র পার্সি আবেসেকেরা যে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে জনপ্রিয় ছিলেন, এমনটা নয়, তিনি গোটা বিশ্বেই অত্যন্ত পরিচিত ছিলেন। সব দেশের ক্রিকেটারদের কাছে তিনি ‘আঙ্কেল পার্সি’ নামে পরিচিত ছিলেন। এ দিন তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারেরাও। সনৎ জয়সূর্য, অর্জুন রণতুঙ্গা, কুমার সঙ্গাকারা শোকবার্তা পাঠিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফেও শোকজ্ঞাপন করা হয়েছে। বার্তা পাঠিয়েছে বিসিসিআই-ও। তারা লিখেছে, ভারতীয় দল শ্রীলঙ্কায় গেলেই পার্সি যে ভাবে নিজের শক্তি, স্বতঃস্ফূর্ততা দেখিয়ে ক্রিকেটারদের কাছে ডেকে নিতেন তা অভূতপূর্ব ছিল।
আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেটে বিতর্ক আরও বাড়িয়ে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করলেন ইনজামাম
১৯৭৯ সালের বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার খেলা দেখা শুরু করেছিলেন পার্সি আবেসেকেরা। তার পর থেকে সব বিশ্বকাপ এবং বড় প্রতিযোগিতায় দেশকে সমর্থন করতে দেশে-বিদেশে ছুটে বেড়িয়েছেন তিনি। শ্রীলঙ্কা ১৯৯৬ বিশ্বকাপ জেতার পরে সবার কাছে আরও বেশি পরিচিত হয়ে ওঠেন পার্সি। লাহোরে ফাইনালের পর শ্রীলঙ্কার পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করেছিলেন তিনি। বয়স বাড়লেও প্রাণশক্তি ছিল অসামান্য। অসুস্থতার কারণে এবারের বিশ্বকাপে আসতে পারেননি। কে জানত, আর কোনও বিশ্বকাপেই আসা হবে না ‘আঙ্কেল পার্সি’র।