
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারত অধিনায়ক রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থেকেই ভারতের জন্য মজবুত ভিত গড়ে দিচ্ছেন। আর রোহিতের এই বিধ্বংসী মনোভাবের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিক্রম রাঠোর। চলতি বিশ্বকাপে রোহিত দুর্দান্ত ফর্মে রয়েছেন। ব্যাট হাতে অন্যদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন এই তারকা ওপেনার।
রোহিত, যিনি আটটি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি (১৩১) এবং দু'টি অর্ধশতরান করেছেন। তবে তিনি দলের উপর যে আগ্রাসী প্রভাব ফেলেছেন, সেটা এই পরিসংখ্যানের মাপকাঠিতে একেবারেই বিচার্য নয়।
রবিবার এখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ২৪ বলে ৪০ রান ছিল চোখ ধাঁধানো। শুরু থেকেই ব্যাটারদের উজ্জ্বীবিত করে দিচ্ছেন ভারত অধিনায়ক। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩২৬ রান করেছিল এবং তার পরে ৮৩ রানে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ২৪৩ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে রোহিতের ভারত।
আরও পড়ুন: ICC ভেবে দেখুক টাইম আউট নিয়ে নিয়ম পাল্টাবে কিনা, আমি কোনও ভুল করিনি- অনড় শাকিব
রাঠোর মিক্সড জোনে দাঁড়িয়ে বলেছেন, ‘এটা একেবারেই রোহিতের আইডিয়া (ঝোড়ো ব্যাটিং)। ও নিজেই এই উদ্যোগ নিয়েছে। যদি উইকেটে কিছু থাকে, ও নিজের শট খেলায় মন দেয়। এটা দলের জন্য সত্যিই ভালো কাজ করছে। ও এমন একজন ব্যক্তি, যে নিজের কাজের মধ্যে দিয়েই নেতৃত্ব দিচ্ছে।’
আরও পড়ুন: যা ঘটল, তা মোটেও ভালো বিজ্ঞাপন নয়- ম্যাথিউজের টাইম-আউট নিয়ে গর্জে উঠল ক্রিকেট মহল
রোহিত হয়তো যেভাবে শুরুটা করছেন, সেই ইনিংস টেনে নিয়ে যেতে পারছেন না। তবে রোহিতের জন্যই পাওয়ারপ্লে-তে ভারত ১ উইকেটে ৯১ রানও করে ফেলছে। এতে মিডল অর্ডার ব্যাটারদের ক্ষেত্রে রানরেট ঠিক রাখতে সাহায্য হচ্ছে এবং রানরেট বাড়ানোর জন্য বাড়তি চাপটাও নিতে হচ্ছে না। রাঠোর বলেছেন, ‘আমরা যতটা সম্ভব রান করতে চাই। রোহিত এবং গিল যে সূচনাটা করছে, তাতে বিরাট এবং শ্রেয়স ঠাণ্ডা মাথায় খেলতে পারছে। এবং তাদের সময় নিয়ে থিতু হতেও সাহায্য করছে।’
ভারতের ব্যাটিং কোচও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে রোহিতের পাশাপাসি ম্যাচ-টার্নিং ১৩৪ রানের জুটিতে শ্রেয়স আইয়ারের ৮৭ বলে মূল্যবান ৭৭ রানেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘ও (শ্রেয়স আইয়ার) সব সময়ে এভাবে খেলে, গত দুই বছর ধরে ও দলের হয়ে অনেক রান করেছে। এক-দু'টি খারাপ ম্যাচ কোনও পার্থক্য করে দেবে না। আমরা সব সময়ে নিশ্চিত যে, ও দলে অবদান রাখতে পারবে।’
চলতি বিশ্বকাপে ভারত আটটি ম্যাচ খেলে ৮টিতেই জিতেছে। একবারও তারা এই টুর্নামেন্টে চ্যালেঞ্জের মুখে পড়েনি। ভারত ইতিমধ্যেই তাদের সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং নকআউট পর্বে তারা পয়েন্ট টেবলের শীর্ষে থেকেই যাবে। সেই জায়গাটাও পোক্ত করেছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports