বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > East Bengal's former investor: ভারতীয়দের ব্যাটে কী লাগানো আছে!! ফাইনালের সকালে কী করল ইস্টবেঙ্গলের পুরনো স্পনসর
পরবর্তী খবর
East Bengal's former investor: ভারতীয়দের ব্যাটে কী লাগানো আছে!! ফাইনালের সকালে কী করল ইস্টবেঙ্গলের পুরনো স্পনসর
1 মিনিটে পড়ুন Updated: 19 Nov 2023, 12:34 PM ISTAyan Das
বিশ্বকাপ ফাইনালের সকালে মজাদার পোস্ট করল ইস্টবেঙ্গলের পুরনো লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট। ২০০৩ সালের বিশ্বকাপের পর রিকি পন্টিংয়ের ব্যাটে স্প্রিং আছে বলে যে হইচই হয়েছিল, সেই স্মৃতি ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচের আগে উসকে দেওয়া হয়েছে।
শ্রী সিমেন্টের সেই পোস্ট এবং রোহিত শর্মা। (ছবি সৌজন্যে, এক্স @shreecementltd ও রয়টার্স)
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের ব্যাটে স্প্রিং লাগানো আছে? ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে সেই বিধ্বংসী ইনিংসের পরে বিষয়টা নিয়ে কম হইচই হয়নি। আর রবিবার আরও একটি বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মহারণের আগে পুরনো স্মৃতি (বলা ভালো আতঙ্ক) উসকে দিল ইস্টবেঙ্গলের পুরনো লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট। তবে পুরোটাই একেবারে মজার ছলে করা হয়েছে। আর নিজেদের সংস্থার বিজ্ঞাপনের জন্য করেছে শ্রী সিমেন্ট। ওই পোস্টে ঘুরিয়ে বলা হয়েছে যে পন্টিংয়ের ব্যাটে স্প্রিং লাগানো ছিল এবং রোহিত শর্মাদের ব্যাটে সিমেন্ট দেওয়া হয়েছে - দুটি বিষয়ই পুরোপুরি গুজব। আর সেই পুরনো স্মৃতি উসকে দেওয়ায় নেটিজেনদের একাংশ ওই বিজ্ঞাপনটি উপভোগ করেছেন। তবে কেউ-কেউ অবশ্য চটে গিয়েছেন। তাঁদের বক্তব্য, খুব বাজে হয়েছে পুরো উপস্থাপনা।
শ্রী সিমেন্টের ঠিক কী পোস্ট করা হয়েছে? বিশ্বকাপ ফাইনালের সকালে শ্রী সিমেন্টের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ দুটি ভাগে ভাগ করা একটি ছবি পোস্ট করা হয়। একদিকে ২০০৩ সাল লেখা আছে। সেটার নীচে একটি ব্য়াট আছে। যে সংস্থার ব্যাট ব্যবহার করতেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। ওই ব্যাটের সঙ্গে 'যোগ' করা হয়েছে স্প্রিং। আর অপরদিকে ২০২৩ সাল লেখা আছে। সেখান নীচে তেরঙা ব্যাট আছে। সঙ্গে 'যোগ' করা হয়েছে সিমেন্ট। যা অবশ্যই শ্রী সিমেন্টের।
আর শ্রী সিমেন্টের ওই ছবির একেবারে নীচে লেখা আছে, ‘গুজবে বিশ্বাস করবেন না। অল দ্য বেস্ট ইন্ডিয়া।’ সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের জায়গাটা মজবুত করে নিই আমরা। গো টিম ইন্ডিয়া।’ যে পোস্টে মজেছেন নেটিজেনদের একাংশ। ওই পোস্টের নীচে এক নেটিজেন বলেন, ‘হাহাহা। দারুণ এটা। আমরা বলতাম যে পন্টিংয়ের ব্যাটে স্প্রিং লাগানো আছে।’ অপর একজন বলেন, ‘একজন নয়া কপিরাইটার নিয়ে আসুন।’
উল্লেখ্য, ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে যেভাবে ব্যাটিং করেছিলেন পন্টিং, তাতে স্প্রিং লাগানো আছে বলে যাঁরা ভেবেছিলেন, তাঁদের একেবারেই দোষ দেওয়া যায় না। ভারতের বিরুদ্ধে জোহানেসবার্গে ১২১ বলে অপরাজিত ১৪০ রান করেছিলেন পন্টিং। ৮৪ বলে অপরাজিত ৮৮ রান করেছিলেন ড্যামিয়েন মার্টিন। তাঁদের সুবাদে ৫০ ওভারে দুই উইকেটে ৩৫৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৩৩ রানেই অল-আউট হয়ে গিয়েছিল। ১২৫ রানে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। ম্যাচের সেরা হয়েছিলেন পন্টিং।