শুভব্রত মুখার্জি: চলতি ওয়ানডে বিশ্বকাপ শনিবার ভারত বনাম পাকিস্তান মহারণের সাক্ষী থাকতে চলেছে গোটা ক্রিকেট বিশ্ব। সেই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গোটা স্টেডিয়ামকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ম্যাচ শুরুর আগে এই স্টেডিয়ামে পারফরম্যান্স করবেন প্রখ্যাত বলিউড গায়ক অরিজিৎ সিং। ইতিমধ্যেই দুই দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরে ফেলেছে। পাকিস্তান যখন এক দিকে মুখিয়ে রয়েছে ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় তুলে নিতে, তখন রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল মুখিয়ে রয়েছে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে তাদের রেকর্ডকে ৮-০ করতে। এমন আবহে বাবর আজমদের চাঙ্গা করতে এগিয়ে আসতে দেখা গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির বর্তমান সভাপতি জাকা আশরাফকে। আমদাবাদে তিনি দলের প্লেয়ারদের ভোকাল টনিক দিলেন গুরুত্বপূর্ণ ভারত ম্যাচের আগে!
ম্যাচের আগের দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলন সারেন পাক ক্রিকেটাররা। সেখানেই পৌঁছে যান পিসিবি সভাপতি। ক্রিকেটারদের অনুশীলন সরেজমিনে দেখেন। বেশ খানিকটা সময় স্টেডিয়ামে কাটান। সেখানেই দলের ক্রিকেটারদের মনোবল চাঙ্গা করতে মাঠে নেমে পড়েন পিসিবি সভাপতি। যে কোন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বা ম্যাচ চলাকালীন বিরতির সময়ে অনেক সময়েই দলের কোচ বা অধিনায়ককে দেখা যায় খেলোয়াড়দের মনোবল ফেরাতে পেপ টক দিতে। তাদের চাঙ্গা করতে এটি দীর্ঘদিনের পুরনো অস্ত্র বলা যেতে পারে। পাকিস্তানের ক্ষেত্রে সেই অস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে সবাইকে অবাক করে দিয়ে এই অস্ত্র ব্যবহার করেছেন একেবারে খোদ পিসিবি সভাপতি স্বয়ং।
ক্রিকেটারদের পাশাপাশি এই পেপ টক কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের হেড কোচ, সাপোর্ট স্টাফ, কোচ গ্রান্ট ব্রাডবার্ন, ডিরেক্টর অব ক্রিকেট মিকি আর্থার, অধিনায়ক বাবর আজম সহ গোটা দল। উল্লেখ্য ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের পর ফের একবার ভারত সফরে এসেছে পাক দল। সাত বছর পর ভারতের মাটিতে তারা প্রথম ম্যাচ খেলতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। শুক্রবার রাতেই বিসিসিআইয়ের তরফেও জাকা আশরাফের জন্য এক নৈশভোজের আয়োজন করা হয়েছিল। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সহ তাবড় তাবড় বিসিসিআইয়ের কর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বলা বাহুল্য চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজেয় রয়েছে দুই দল। পাকিস্তান জিতেছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারত জয় পেয়েছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে। ফলে এই ম্যাচে যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার আশা আগে থেকেই করছেন বিশেষজ্ঞরা।