India vs Bangladesh-নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত শুক্রবারের ম্যাচে বাঁ ঊরুতে চোট পেয়েছিলেন শাকিব আল হাসান। স্ক্যান করাতে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। দলের একটি সূত্র মারফত জানা গিয়েছিল, বাংলাদেশ অধিনায়ককে কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। কনরাড পুণের হোটেলে আজ বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়েছেন, শাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বৃহস্পতিবার পুণেতে ভারতের বিরুদ্ধে শাকিব খেলতে চান।
চলতি বিশ্বকাপে ভারত তাদের পরবর্তী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে প্রশ্ন উঠেছে শাকিব আল হাসান কি এই ম্যাচে খেলবেন? বাংলাদেশ শিবিরে এবার আশার আলো দেখা গিয়েছে। বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদের কথা ঠি হলে, পুণেতে ভারর বিরুদ্ধে ম্যাচে শাকিবকেই টস করতে দেখা যেতে পারে। দৌড়তে গিয়ে চোট লাগে শাকিবের। পরে বল করতে গিয়ে বোঝা গিয়েছিল ব্যথা করছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাঁ পায়ের পেশিতে চোট পেয়েছিলেন শাকিব আল হাসান। ব্যাট, বল দুটো করলেও ম্যাচের পর তাঁর স্ক্যান হয়েছিল। তবে এখন জানা গিয়েছে যে তাঁর পায়ে আর ব্যথা নেই।
শাকিবের চোটের কী অবস্থা
এ বিষয়ে জানতে চাওয়া হলে খালেদ মাহমুদ জানান ‘শাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ব্যথা নেই। যেহেতু এখনও মাঠে নামেনি, তাই পুরো পরিস্থিতিটা বলা যাবে না। মঙ্গলবার ব্যাট করবে, এরপর হয়তো একটু দৌড়াবে। তখন বোঝা যাবে। আশা করছি, এই ম্যাচের আগে তাকে (ফিট) পাব।’ খালেদ মাহমুদ অবশ্য ভারত-ম্যাচে শাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিতও দিয়েছেন, ‘আমাদের ধারণা, সে খেলতে পারবে। কিন্তু চিকিৎসার কিছু বিষয় তো আছেই। যেহেতু (চোট) আছেই পায়ে, ঝুঁকির একটা ব্যাপার থাকেই। তবে এখন ব্যথা নেই। আজ সুইমিং ছিল, সেখানে ছিল সে। জিম করবে। মাঠে ব্যাটিংয়ের পর আমরা হয়তো বুঝতে পারব সে কেমন আছে। একটা স্ক্যানও করানো হবে। স্ক্যান করানোর পর আমরা হয়তো (চোটের ব্যাপারে) পরিষ্কার একটা ছবি পাব।’
মাহমুদ আরও বলেছেন, ‘শাকিবের অবস্থা আগের থেকে ভালো। ব্যথা নেই। কিন্তু মঙ্গলবার অনুশীলনের পরেই পুরো ছবিটা পরিষ্কার হবে। উইকেটে মাঝে দৌড়নোরও কথা রয়েছে। আশা করি ভারতের বিরুদ্ধে খেলবে।’ মাহমুদ আরও বলেছেন, ‘আমরা চাই না জোর করে খেলে ও প্রতিযোগিতা থেকে ছিটকে যাক। ভারতের বিরুদ্ধে না খেললেও আমাদের আরও পাঁচটা ম্যাচ পড়ে থাকবে। ডাক্তার এবং ফিজিয়োরা যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।’ মাহমুদ বলেছেন, শাকিব নিজে খেলতে ইচ্ছুক। কিন্তু এত সহজে প্রথম একাদশে তাঁকে নেওয়া হবে না। মাহমুদের কথায়, ‘সাধারণত এ ধরনের চোটে খুব ব্যথা হয়। হাঁটাচলা করাও সমস্যার। শাকিব ভালো আছে এটাই খুশির খবর। ও খেলতে চায়। যদি ৮৫-৯০ শতাংশ ফিট থাকলে তা হলেও খেলতে পারে। কিন্তু ফিটনেসের ব্যাপারে খেয়াল রাখতে হবে।’
ভারতের বিরুদ্ধে ম্যাচে শাকিবের খেলার ঝুঁকি নিয়ে খালেদ মাহমুদের ব্যাখ্যা ছিল, ‘টুর্নামেন্টে এখনও ৬টা ম্যাচ বাকি। আমরা কেউ চাই না একটা ম্যাচ খেলে সে বাকি ম্যাচগুলো মিস করুক। তবে ফিজিওরা একটা সিদ্ধান্ত তো নেবেনই। এটা কোচের সিদ্ধান্ত নয়। শাকিবও তার ব্যাপারটা বুঝবে। আমরা চাই না যে শাকিব এই ম্যাচ খেলায় তার ক্যারিয়ারের জন্য সমস্যা হোক। কিংবা দীর্ঘ মেয়াদে কোনও বিপদে পড়ুক। আমরা চাইব, শাকিব যদি মনে করেন এবং ফিজিওর ছাড়পত্র পান তাহলে অবশ্যই খেলবে।’