বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs AUS, ICC CWC 2023 Final: আরও ভালো পিচ বানানো উচিত ছিল, ভিতুর মত খেলেছে ভারত- চোখে আঙুল দিয়ে ভুলটা দেখালেন শোয়েব
পরবর্তী খবর
IND vs AUS, ICC CWC 2023 Final: আরও ভালো পিচ বানানো উচিত ছিল, ভিতুর মত খেলেছে ভারত- চোখে আঙুল দিয়ে ভুলটা দেখালেন শোয়েব
1 মিনিটে পড়ুন Updated: 21 Nov 2023, 09:50 AM ISTTania Roy
শোয়েবের মতে, ভারতের ফাইনালের কথা মাথায় রেখে আরও ভালো উইকেট তৈরি করা উচিত ছিল। পাশাপাশি অজিদের বিরুদ্ধে ফাইনালে ভারত ভিতুর মতন ক্রিকেট খেলেছে বলে দাবি প্রাক্তন তারকা পাক পেসারের।
শোয়েব আখতার।
শুভব্রত মুখার্জি: ১০ ম্যাচে ১০টিতে জিতেই রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনালে পা রেখেছিল ভারতীয় দল। ফলে ভারতীয় সমর্থকদের আশা ছিল ফাইনালেও ছুটবে ভারতীয় দলের অশ্বমেধের ঘোড়া। তবে তা বাস্তবে সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ার অসাধারণ অলরাউন্ড ক্রিকেটের সামনে একেবারে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- তিন বিভাগেই ভারতকে মাত দিয়েছে অজি দল। অজিদের কাছে ফাইনাল হারের পর ভারতীয় দলের মানসিকতা এবং ফাইনালের পিচ প্রস্তুতি নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা পাক পেসার শোয়েব আখতার। তাঁর মতে, ভারতের ফাইনালের কথা মাথায় রেখে আরও ভালো উইকেট তৈরি করা উচিত ছিল। পাশাপাশি অজিদের বিরুদ্ধে ফাইনালে ভারত ভিতুর মতন ক্রিকেট খেলেছে। তাদের আরও সাহসী ক্রিকেট খেলা উচিত ছিল বলেই মনে করেন শোয়েব আখতার।
শোয়েব বলেন, ‘ফাইনালের জন্য ভারতের আরও ভালো উইকেট তৈরি করা দরকার ছিল। যে ভাবে ভিতুর মতন মানসিকতা নিয়ে ভারত খেলেছে তা ঝেড়ে ফেলে তাদের আরও বেশি আক্রমণাত্মক খেলা উচিত ছিল। পিচ নিয়ে ভীষণ ভিতু দেখিয়েছে ভারতীয় দলকে। পিচে একটু বাউন্স এবং গতি থাকা প্রয়োজন ছিল। ভারত একেবারে স্লো পিচ তৈরি করেছিল। ওদের ভাবনা ছিল এই স্লো উইকেটে ওদের স্পিনাররা সুবিধা নেবে। কিন্তু তা বাস্তবে সম্ভব হয়নি। আমার একেবারেই এই মানসিকতা ভালো লাগেনি।’
শোয়েব আখতার আরোও যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার মধ্যে একটা ব্যাপার রয়েছে। বড় আইসিসি প্রতিযোগিতার নক আউট পর্যায় এলেই ওরা বিপজ্জনক হয়ে ওঠে। বিশ্বকাপ জেতাটা ওরা অভ্যাস করে ফেলেছে। পাশাপাশি এটাও বলতে হবে, ভারত কিন্তু ফাইনালে সৌভাগ্যবশত যায়নি। গোটা টু্র্নামেন্ট জুড়ে ওরা ভালো, ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। সেটাই ফাইনালে ওদের খেলাতে আমি দেখতে পাইনি। ফাইনালে যেন ওরা ভয়ে ভয়ে খেলেছে। অনেক বেশি নার্ভাস দেখিয়েছে ওদের। বিশেষ করে ওদের ব্যাটারদের। বাউন্ডারি তো দূর, সিঙ্গলস নিতেও ওদের সমস্যা হচ্ছিল। যেটা গোটা টু্র্নামেন্টে দেখা যায়নি। আর সেই কারণেই কিন্তু ওরা ১০ ম্যাচের ১০ টিতে জিতেছে। অপরাজেয় দল হিসেবে ফাইনাল খেলেছে।’