India vs Australia, 3rd ODI: রাজকোটে এর আগে শেষ তিনটি ওডিআই-এ কোনও টিম রান তাড়া করে জিততে পারেনি। চতুর্থ ম্যাচটিতেও রান তাড়া করতে নেমে হারল ভারত। বরং টানা পাঁচ ম্যাচে হারের পর ষষ্ঠ ম্যাচে অবশেষে জয় পেল অস্ট্রেলিয়া। ৬৬ রানে বড় জয় পেল কামিন্সরা।
ভারতকে চাপে ফেলে দিয়েছে অজি বোলাররা।
টানা ৫ ওডিআই হেরে রীতিমতো বিধ্বস্ত অবস্থা অস্ট্রেলিয়ার। ভারতের কাছে প্রথম দুই ওডিআই হেরে সিরিজ ইতিমধ্যে হাতছাড়া করে বসে রয়েছে তারা। এই অবস্থায় রাজকোটে আজ রোহিত শর্মাদের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওডিআই খেলতে নেমেছে অজিরা। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অজিদের ব্যাটিং অর্ডারের প্রথম চার ব্যাটারই দুরন্ত ছন্দে হাফসেঞ্চুরি করেন। মিচেল মার্শ চার রানের জন্য মিস করেন সেঞ্চুরি। ওপেনিং জুটিতে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ৪৯ বলে ঝোড়ো ৭৮ রানের হাত ধরে শুরুটা হয়েছিল। এর পর হাল ধরেন মার্শ-স্টিভ স্মিথ। চার নেমে দায়িত্ববান ইনিংস খেলেন মার্নাস ল্যাবুশেনও। টপ অর্ডারের দৌলতে শেষ অবধি রানের পাহাড়ে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
৩৪ বলে ৫৬ করেন ওয়ার্নার। ৮৪ বলে ৯৬ করেন আর এক ওপেনার মার্শ। স্মিথ করেন ৬১ বলে ৭৪ রান। ৫৮ বলে ৭২ করেন ল্যাবুশেন। আর এই চার ব্যাটারের হাত ধরে অজিরা ৭ উইকেটে ৩৫২ রানের বিশাল স্কোর করে। ভারতের সামনে পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ। এদিন ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন বুমরাহ। ২ উইকেট কুলদীপের। ১টি করে উইকেট নিয়েছেন প্রসিধ এবং সিরাজ।
রান তাড়া করতে নেমে ভারত শুরুটা খারাপ করেনি। শুভমন এবং ইশান না থাকায় রোহিতের সঙ্গে ওপেন করেন ওয়াশিংটন সুন্দর। ৬৫ বলে প্রথম উইকেটে তাঁরা ৭৪ রান তোলে। তবে সুন্দর মাত্র ১৮ করেই ম্যাক্সওয়েলের বলে আউট হন। রোহিত আর কোহলি এর পর হাল ধরেন। কিন্তু ৮১ রান করে আউট হয়ে যান রোহিত। ম্যাক্সওয়েলের করা বল তাঁর দিকেই মেরেছিলেন রোহিত। সেই বল বোলারের হাতে জমে যায়। ম্যাক্সওয়েল মুখ সরানোর সময় হাত বাড়িয়েছিলেন। সেখানেই আটকে যায় বল। এদিকে ৫৬ রান করে আউট হন বিরাট। তাঁর উইকেটও নেন ম্যাক্সওয়েল। শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুল এর পর কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু রাহুল ২৬ রানের বেশি করতে পারেননি। তাঁদের ৫২ রানের জুটি ভেঙে দেন মিচেল স্টার্ক। সূর্যকুমারও এই ম্যাচে রান পাননি। মাত্র ৮ রান করেন তিনি। এর পর শ্রেয়সও ৪৮ করে ম্যাক্সির বলে আউট হলে ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। ভারতীয় ব্যাটিং অর্ডারের প্রথম চার উইকেটই নেন ম্যাক্সওয়েল। জাদেজা ৩৬ বলে ৩৫ করেছিলেন। তবে ভারতের জেতার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। ৪৯.৪ ওভারে ২৮৬ রানে অলআউট হয়ে যায় ভারত। ৬৬ রানে বড় জয় পেল অস্ট্রেলিয়া।
অজিদের হয়ে একাই চার উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল। ২ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। ১টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, তনভীর সঙ্ঘা।
27 Sep 2023, 09:45 PM IST
সিরাজ আউট, ৬৬ রানে বড় জয় অস্ট্রেলিয়ার
৮ বলে ১ রান করে আউট হলেন সিরাজ। ক্যামেরন গ্রিনের বলে কামিন্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সিরাজ। ২৮৬ রানে অলআউট হয়ে গেল ভারত। ৬৬ রানে বড় জয় পেল ভারত। টানা পাঁচ ম্যাচে হারের পর ষষ্ঠ ম্যাচে অবশেষে জয় পেল অস্ট্রেলিয়া।
27 Sep 2023, 09:34 PM IST
জাদেজা আউট
তিনটি চার এবং একটি ছক্কার হাত ধরে ৩৬ বলে ৩৫ করে সাজঘরে ফিরলেন রবীন্দ্র জাদেজাও। নবম উইকেট হারাল ভারত। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার প্রসিধ কৃষ্ণ। তবে ভারতের হার এখন সময়ের অপেক্ষা। ৪৯ ওভার শেষে ৯ উইকেটে ভারতের সংগ্রহ ২৮৬ রান। সিরাজ ৪ বল খেলে ১ রান করেছেন। প্রসিধ রানের খাতা খোলেননি।
27 Sep 2023, 09:26 PM IST
অষ্টম উইকেট পড়ল ভারতের
বুমরাহ আউট। কামিন্সের বলে ১১ বলে ৫ রান করে ল্যাবুশেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন বুমরাহ। ক্রিজে এলেন নতুন ব্যাটার মহম্মদ সিরাজ। তবে ভারতের হার যেন এখন সময়ের অপেক্ষা। অলৌকিক কিছু না ঘটলে এই ম্যাচে ভারতের জেতা অসম্ভব। ৪৬ ওভার শেষে ৮ উইকেটে ২৭২ রান ভারতের। ২৪ বলে ২১ রান জাদেজার। ১ বলে ১ রান করেছেন সিরাজ।
27 Sep 2023, 09:22 PM IST
৩০ বলে চাই ৮৪ রান
৪৫ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছে। ৩০ বলে ভারতের চাই ৮৪ রান। ১৬.৮০ রানরেটে স্কোর করতে হবে। যা কার্যত অসম্ভব করা। ২০ বলে ১৯ করে লড়াই চালাচ্ছে রবীন্দ্র জাদেজা। ১০ বলে ৫ রান বুমরাহের।
27 Sep 2023, 09:08 PM IST
আউট কুলদীপ
সপ্তম উইকেট হারাল ভারত। ১২ বলে মাত্র ২ রান করে হ্যাজেলউডের বলে বোল্ড হলেন কুলদীপ। ক্রিজে এলেন নতুন ব্যাটার বুমরাহ। ৪২ ওভার শেষে ৭ উইকেটে ২৫৭ রান ভারতের। ১১ বলে ১৩ রান জাদেজার। বুমরাহ ১ বল খেললেও রানের খাতা খোলেনি।
27 Sep 2023, 09:05 PM IST
২৫০ পার করল ভারত
টিম ইন্ডিয়া ৪০ ওভারে ২৫০ পার করল বটে, তবে তাদের পক্ষে ৬০ বলে ১০২ রান করা বেশ কঠিন। কারণ হাতে ব্যাটার নেই। রবীন্দ্র জাদেজা ছাড়া। ওভার শেষে ৬ উইকেটে ২৫১ রান ভারতের। ৫ বলে ১০ রান জাদেজার। ৭ বল খেললেও রানের খাতা খোলেননি কুলদীপ।
27 Sep 2023, 08:55 PM IST
আউট শ্রেয়স
চতুর্থ উইকেট নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়াশিংটন সুন্দর, রোহিত শর্মা, বিরাট কোহলির পর এবার শ্রেয়স আইয়ারকে ফেরালেন তিনি। ভারতীয় ব্যাটিং অর্ডারের প্রথম চার ব্যাটারকেই আউট করলেন ম্যাক্সি। ৩৯তম ওভারের দ্বিতীয় বলে ম্যাক্সওয়েলকে লম্বা ছক্কা হাঁকিয়েছিলেন শ্রেয়স। কিন্তু পরের বলেই ম্যাক্সি তাঁকে বোল্ড করেন। ২টি ছক্কা এবং একটি চারের সৌজন্যে ৪৩ বলে ৪৮ করে সাজঘরে ফেরেন শ্রেয়স। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার কুলদীপ যাদব। ৩৯ ওভার শেষে ৬ উইকেটে ২৪৯ রান ভারতের। ৩ বলে ৯ রান জাদেজার। কুলদীপ এখনও রানের খাতা খোলেননি।
27 Sep 2023, 08:50 PM IST
ব্যর্থ সূর্য
৩৭.২ ওভারে হ্যাজেলউডের বলে আউট হলেন সূর্যকুমার যাদব। তাঁর ক্যাচ ধরেন ম্যাক্সওয়েল। ৭ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফিরলেন সূর্য। ভারত হারাল পঞ্চম উইকেট। সূর্যের বদলে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার রবীন্দ্র জাদেজা। তিনি ব্যাট করতে নেমে ৩ বলে ৯ করে ফেলেছেন। হ্যাজেলউডের শেষ দুই বলে দু'টি চার হাঁকিয়েছেন। ৩৮ ওভার শেষে ৫ উইকেটে ২৪৩ রান ভারতের। ৪০ বলে ৪২ করে ফেলেছেন শ্রেয়স।
27 Sep 2023, 08:36 PM IST
আউট রাহুল
ভারতের চাপ আরও মারাত্ম হল। ৩৬তম ওভারে সাজঘরে ফিরলেন রাহুল। চতুর্থ উইকেট হারাল ভারত। ২টি চারের সাহায্যে রাহুলের সংগ্রহ ৩০ বলে ২৬ রান। মিচেল স্টার্কের বলে কিপারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন রাহুল। ক্রিজে এলেন নতুন ব্যাটার সূর্যকুমার যাদব। ৩৬ ওভার শেষে ৪ উইকেটে ২২৪ রান ভারতের। ৩৭ বলে ৩৯ করে লড়াই চালাচ্ছেন শ্রেয়স। সূর্য ১ বলে ১ রান করেছেন।
27 Sep 2023, 08:31 PM IST
৯০ বলে চাই ১৩২ রান
৩৫ ওভার শেষ। ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২২১ রান। জিততে হলে ৯০ বলে ভারতকে করতে হবে ১৩২ রান। কঠিন হয়ে উঠছে ভারতের লড়াই। ভারতের রানরেটের অঙ্ক জটিল হচ্ছে। ৮.৮০ রানরেটে ভারতকে দ্রুত স্কোর করতে হবে। আপাতত ৩৬ বলে ৩৮ করে ক্রিজে রয়েছেন শ্রেয়স এবং রাহুলের সংগ্রহ ২৬ বলে ২৫ রান।
27 Sep 2023, 08:17 PM IST
২০০ পার ভারতের
ভারত ৩২ ওভারে ২০০ পার করল। তবে ১৮ ওভারে ১৫০ করতে হবে ভারতকে। এখন ৮.৩৩ রানরেটে টিম ইন্ডিয়াকে স্কোর করতে হবে। যেটা কিন্তু বেশ চাপের। যদিও হাতে এখন সাত উইকেট রয়েছে। ৩২ ওভার শেষে ৩ উইকেটে ২০৩ রান ভারতের। শ্রেয়সের সংগ্রহ ৩০ বলে ৩১ রান। কেএল রাহুল করেছেন ১৪ বলে ১৫ রান।
27 Sep 2023, 08:01 PM IST
আউট কোহলি
হাফসেঞ্চুরি করার পরপরই আউট হলেন কোহলি। তিন নম্বর উইকেটটিও নিলেন ম্যাক্সওয়েল। ভারতের তিন উইকেটই নিয়েছেন অজি অলরাউন্ডার। ম্যাক্সির বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তোলেন কোহলি। ক্যাচটি যথেষ্ট কঠিন ছিল। মিডউইকেট থেকে স্মিথ বল লক্ষ্য করে দৌড়ে যান। তার পর বল লক্ষ্য করে পিছনে পিছোতে থাকেন। এবং সেই অবস্থায় ক্যাচটি নেন। নিঃসন্দেহে অসাধারণ একটি ক্যাচ। ৫টি চার এবং ১টি ছক্কার হাত ধরে ৬১ বলে ৫৬ করে আউট হন কোহলি। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার কেএল রাহুল। ২৭ ওভার শেষে ৩ উইকেটে ১৭১ রান ভারতের। ১৩ বলে ১৪ রান শ্রেয়সের। রানের খাতা খোলেননি রাহুল
27 Sep 2023, 07:53 PM IST
কোহলির হাফসেঞ্চুরি
গ্রিনের বলে চার হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন কোহলি। ৫টি চার এবং একটি ছক্কার হাত ধরে ৫৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন কোহলি। ২৬ ওভার শেষে ২ উইকেটে ১৬৮ রান ভারতের। ৫৭ বলে ৫৪ রান কোহলির। ১২ বলে ১৩ রান শ্রেয়সের।
27 Sep 2023, 07:31 PM IST
রোহিত আউট
দ্বিতীয় উইকেট নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে রোহিতের এই উইকেট কিছুটা পড়ে পাওয়া চোদ্দ আমার মতোই। ম্যাক্সি নিজেও ভাবেননি, ক্যাচটা তিনি নেবেন। রোহিতের শটটি সোজা ম্যাক্সওয়েলের দিকে ধেয়ে আসে। নিজেকে বাঁচাতে গিয়েই হাত বাড়ান গ্লেন। তাঁর হাতে বল পুরো এসে যেন আটকে যায়। ম্যাক্সওয়েল নিজেও ভাবতে পারেননি, তিনি ক্যাচটি ধরে ফেলেছেন। যাইহোক ৫টি চার এবং ৬টি ছক্কার হাত ধরে ৫৭ বলে ৮১ করে সাজঘরে ফিরলেন রোহিত। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার শ্রেয়স আইয়ার। ২১ ওভার শেষে ২ উইকেটে ১৪৪ রান ভারতের। ৩৯ বলে ৪৩ রান করে ক্রিজে রয়েছেন কোহলি।
27 Sep 2023, 07:23 PM IST
৫০ পার করে ফেলল রোহিত-কোহলি জুটি
১৯তম ওভারে রোহিত-কোহলি জুটি ৫০ পার করে ফেলল। এই ওভারে সঙ্ঘাকে ২টি চার মেরেছেন কোহলি। এছাড়াও দু'টি সিঙ্গল হয়েছে। দ্বিতীয় উইকেটে এই জুটি ১৯তম ওভার পর্যন্ত যোগ করেছে ৫১ রান। ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১২৫ রান। রোহিতের সংগ্রহ ৫১ বলে ৭৩ রান। কোহলি করে ফেলেছেন ৩৩ বলে ৩২ রান।
27 Sep 2023, 07:14 PM IST
১০০ পার ভারতের
১৬তম ওভারে কোহলি দ্বিতীয় এবং তৃতীয় বলে পরপর ২টি চার হাঁকান কামিন্সকে। এছাড়াও তিনটি সিঙ্গল আসে। মোট ১১ রান আসে এই ওভার থেকে। সেই সঙ্গে ভারত ১০০ পার করে ফেলে। ১৬ ওভার শেষে ১ উইকেটে ১০২ রান ভারতের। ৪৪ বলে ৬২ রান রোহিতের। ২২ বলে ২১ রান কোহলির।
27 Sep 2023, 07:08 PM IST
১৫ ওভারে হল ৯১ রান
শেষ ৫ ওভারে হয়েছে মাত্র ১৯ রান। পড়েছে ১ উইকেট। গ্রিন, কামিন্স, সঙ্ঘা মিলে বেশ চেপে ধরেছে ভারতকে। রানরেট দ্রুত বাড়াতে হবে রোহিতদের। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৯১ রান। লক্ষ্যে এখনও বেশ কঠিন। ৪৩ বলে ৬১ রান রোহিতের। ১৭ বলে ১১ রান কোহলির।
27 Sep 2023, 06:49 PM IST
আউট সুন্দর
ওপেন করতে নেমে কিছুটা নিরাশই করলেন ওয়াশিংটন সুন্দর। ৩০ বল খেলে মাত্র ১৮ করে সাজঘরে ফিরলেন তিনি। মেরেছেন ১টি চার এবং একটি ছক্কা। ১০.৫ ওভারে ম্যাক্সওয়েলের বলে ল্যাবুশেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সুন্দর। পরিবর্তে ক্রিজে এসেছেন বিরাট কোহলি। ৩৫ বলে ৫৫ করে ক্রিজে রয়েছেন রোহিত। ১১ ওভারে ১ উইকেটে ৭৪ রান ভারতের।
27 Sep 2023, 06:45 PM IST
১০ ওভারে ভারতের স্কোর ৭২/০
দুরন্ত ছন্দে রোহিত। ৩৪ বলে ৫৪ করে ফেলেছেন তিনি। মেরেছেন ৫টি ছয়, ৪টি চার। আর এক ওপেনার সুন্দর করেছেন ২৬ বলে ১৭ রান। ৭.২০ রানরেটে ১০ ওভারে ভারতের সংগ্রহ ৭২ রান।
27 Sep 2023, 06:41 PM IST
হাফসেঞ্চুরি রোহিতের
রোহিত শর্মার সহজ ক্যাচ মিস করল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ৯.৩ ওভারে ক্যামেরন গ্রিনের বলে পুল শট খেলতে গিয়েছিলেন রোহিত। কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ হয়নি। ক্যাচ উঠে যায়। স্টার্ক পিছনে দৌড়ে গিয়ে ক্যাচ ধরার চেষ্টা করলেও, তা মিস করেন। উল্টে দুই রান নিয়ে ৩১ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন রোহিত। হাঁকান তিনটি চার, পাঁচটি ছয়।
27 Sep 2023, 06:29 PM IST
৫০ পার ভারতের
সপ্তম ওভারে ভারত ৫০ পার করে ফেলল। ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৫৬ রান। এই ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে রোহিত দু'টি ছক্কা হাঁকিয়েছেন। ২৪ বলে ৪৬ রান রোহিতের। ১৮ বলে ১০ রান সুন্দরের।
27 Sep 2023, 06:21 PM IST
ষষ্ঠ ওভারে এল ১১ রান
ষষ্ঠ ওভারে এল ১১ রান। ৬ ওভার শেষে ৪৩ রান করে ফেলেছে ভারত। ২০ বলে ৩৪ রান রোহিতের। ১৬ বলে ৯ রান সুন্দরের।
27 Sep 2023, 06:18 PM IST
৫ ওভারে ৩২ করল ভারত
১৯ বলে ২৮ করে ফেলেছেন রোহিত শর্মা। ১১ বলে চার রান সুন্দরের। ৫ ওভার শেষে বিনা উইকেটে ৩২ রান ভারতের।
27 Sep 2023, 06:07 PM IST
তৃতীয় ওভারে এল ১০ রান
সটার্ককে এই ওভারে ছক্কা এবং চার হাঁকান রোহিত। যে কারণে তিন ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১৮ রান। ১২ বলে ১৬ রান রোহিতের। ৬ বলে ২ রান ওয়াশিংটন সুন্দরের।
27 Sep 2023, 06:06 PM IST
অল্পের জন্য বাঁচলেন সুন্দর
দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হ্যাজেলউডকে মিডউইকেটে খেলেন সুন্দর। বলটি ঠেলে দিয়েই রানের জন্য তিনি দৌড় লাগান। কিন্তু বলটি বেশি দূর যায়নি। সরাসরি থ্রোয়ে উইকেট ভেঙে দেন অজি ফিল্ডার। দুরন্ত ফিল্ডিং। তবে অল্পের জন্য রক্ষা পান সুন্দর। উইকেটে বল লাগার সঙ্গে সঙ্গে তিনিও ক্রিজে ঢুকে পড়েছিলেন। ২ ওভার শেষে ৮ রান ভারতের। ৬ বলে ৬ রান রোহিতের। ৬ বলে ২ রান সুন্দরের।
27 Sep 2023, 05:56 PM IST
প্রথম ওভারে হল ৬ রান
বড় লক্ষ্য। তবে শুরুটা ভারত সাবধানী ভঙ্গিতেই করল। এই ওভারে রোহিত একটি চার হাঁকিয়েছেন স্টার্ককে। এছাড়া হয়েছে দু'টি সিঙ্গল এসেছে। প্রথম ওভার শেষে বিনা উইকেটে ৬ রান ভারতের। রোহিতের সংগ্রহ ৫ বলে বলে ৫ রান। সুন্দরের স্কোর ১ বলে ১ রান।
27 Sep 2023, 05:54 PM IST
রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছেন সুন্দর
শুভমন, ইশান নেই। মনে করা হয়েছিল, রোহিতের সঙ্গে ওপেন করবেন বিরাট কোহলি। কিন্তু অধিনায়কের সঙ্গে ওপেন করতে নেমেছেন ওয়াশিংটন সুন্দর।
27 Sep 2023, 05:52 PM IST
রান তাড়া করা শুরু ভারতের
টিম ইন্ডিয়া রান তাড়া করা শুরু করে দিয়েছে। ৩৫৩ রানের কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে। অজিরা পারবে ভারতকে আটকে নিজেদের মান বাঁচাতে?
27 Sep 2023, 05:24 PM IST
৩৫২ করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া নির্দিষ্ট ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান করে ফেলল। তাদের প্রথম চার ব্যাটারই হাফসেঞ্চুরি করেছে। তার মধ্যে মিচেল মার্শ মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ২২ বলে ১৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অজি অধিনায়ক প্যাট কামিন্স। স্টার্ক ২ বল খেলে ১ রান করে অপরাজিত থাকেন। জিততে হলে ভারতকে করতে হবে ৩৫৩ রান।
27 Sep 2023, 05:17 PM IST
ল্যাবুশেন আউট
৯টি চারের সাহায্যে ৫৮ বলে ৭২ করে সাজঘরে ফিরলেন ল্যাবুশেন। স্টিভ স্মিথ আউট হওয়ার পর থেকে যখন অস্ট্রেলিয়ার একের পর এক উইকেট পড়ছে, তখন ল্যাবুশেন দলের হাল ধরেছিলেন। দায়িত্ববান ৭২ রানের ইনিংস খেলেন। তবে ৪৯তম ওভারের শেষ বলে বুমরাহকে বড় শট মারতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে শ্রেয়স আইয়ারের তালুবন্দি হন ল্যাবুশেন। ওভার শেষে ৭ উইকেটে ৩৪৫ রান অজিদের। মিচেল স্টার্ক এসেছেন নতুন ব্যাটার। ১৮ বলে ১৩ করে ক্রিজে আছেন কামিন্স।
27 Sep 2023, 04:56 PM IST
হাফসেঞ্চুরি ল্যাবুশেনের
হাফসেঞ্চুরি করে ফেললেন ল্যাবুশেন। ৬টি চারের সাহায্যে ৪৩ বলে ৫১ করেছেন তিনি। সেই সঙ্গে অস্ট্রেলিয়া ৪৫ ওভারে ৬ উইকেটে ৩১৭ রান করে ফেলল। ৯ বলে ৮ রান কামিন্সের।
27 Sep 2023, 04:42 PM IST
গ্রিনকে ফেরালেন কুলদীপ
ম্যাক্সওয়েলের বদলে ক্রিজে এসেছিলেন ক্যামেরন গ্রিন। কিন্তু তিনিও বেশিক্ষণ উইকেটে টিকতে পারলেন না। ১৩ বলে ৯ রান করেই সাজঘরে ফিরলেন তিনি। লং অনে লম্বা শট খেলতে গিয়েছিলেন। কিন্তু ছয় হয়নি। বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ ধরেন শ্রেয়স আইয়ার। গ্রিনের পরিবর্তে ক্রিজে এসেছেন প্যাট কামিন্স। ৪৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান অস্ট্রেলিয়ার। কামিন্স ৩ বল খেলে ৪ রান করেছেন। ল্যাবুশেনের সংগ্রহ ৩৭ বলে ৪২ রান।
27 Sep 2023, 04:30 PM IST
ম্যাক্সিকে বোল্ড করলেন বুমরাহ
৩৭তম ওভারের শেষ বলে অ্যালেক্স কেরিকে ফেরান বুমরাহ। ফের ৩৯তম ওভারে বল করতে এসেও তিনি বড় ধাক্কা দেন অজিদের। ওভারের শেষ বলে কেরির পরিবর্তে আসা গ্লেন ম্যাক্সওয়েলকে বোল্ড করেন তিনি। ৭ বলে ৫ করে আউট হলেন তিনি। ওভার শেষে অজিদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৮১। ২৯ বলে ৩৩ রান করে ক্রিজে রয়েছেন ল্যাবুশেন।
27 Sep 2023, 04:19 PM IST
কেরিকে ফেরালেন বুমরাহ
অ্যালেক্স কেরিকে ফেরালেন বুমরাহ। ১৯ বলে ১১ রান করে সাজঘরে ফিরলেন কেরি। ক্যাচ নেন কোহলি। ৩৭ ওভার শেষে ৪ উইকেটে ২৬৭ রান বুমরাহের। ২৪ বলে ২৬ রান ল্যাবুশেনের।
27 Sep 2023, 04:02 PM IST
২৫০ রান হয়ে গেল অজিদের
৩৪ ওভারে ৩ উইকেটে ২৫০ রান করে ফেলল অস্ট্রেলিয়া। ১৫ বলে ১৯ রান ল্যাবুশেনের। ১০ বলে ২ রান কেরির।
27 Sep 2023, 03:58 PM IST
স্মিথ আউট
স্মিথকে ফেরালেন মহম্মদ সিরাজ। ৮টি চার, একটি ছক্কার হাত ধরে ৬১ বলে ৭৪ করে এলবিডব্লিউ হন স্মিথ। এর জন্য কোনও ডিআরএস নেননি স্মিথ। তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৪২ রান। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার অ্যালেক্স কেরি (৩ বলে ০ রান) এবং মার্নাস ল্যাবুশেন (১০ বলে ১৪ রান)।
27 Sep 2023, 03:28 PM IST
২০০ পার অস্ট্রেলিয়ার
২৭ ওভারেই ২০০ পার করে ফেলল অস্ট্রেলিয়া। তাদের সংগ্রহ ১ উইকেটে ২০২ রান। ৪৭ বলে ৫৫ রান স্মিথের। ৮১ বলে ৮৯ রান মার্শের।
27 Sep 2023, 03:21 PM IST
স্মিথের হাফসেঞ্চুরি, ২৫ ওভারে অজিদের সংগ্রহ ১৮৮/১
চার মেরে হাফসেঞ্চুরি করে ফেললেন স্টিভ স্মিথও। অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটারই করে ফেললেন অর্ধশতরান। পাঁচটি চার এবং একটি ছয়ের হাত ধরে ৪৩ বলে হাফসেঞ্চুরি করেন স্মিথ। সেই সঙ্গে ২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ১৮৮ রান। ৭২ বলে ৭৮ রান মার্শের। স্মিথের সংগ্রহ ৪৪ বলে ৫২ রান।
27 Sep 2023, 03:15 PM IST
১৯ রান দিলেন বুমরাহ
জসপ্রীত বুমরাহকে পিটিয়ে চলেছে অজিরা। ইনিংসের শুরুতে বুমরাহ ৩ ওভার বল করে ২৬ রান দিয়েছিলেন বুমরাহ। ২৩তম ওভারে তিনি বল করতে এলে ফের ছাতু করেন মার্শ। ১-৬-০-৪-৪-৪- মোট ১৯ রান হয় এই ওভারে। ১৮ রান পিটিয়ে করেন মার্শ। ২৩ ওভার শেষে অজিদের সংগ্রহ ১ উইকেটে ১৭৬ রান। ৬৪ বলে ৭৩ রান অস্ট্রেলিয়ার। ৪০ বলে ৪৬ রান স্মিথের।
27 Sep 2023, 03:11 PM IST
২০ ওভারে অজিদের সংগ্রহ ১ উইকেটে ১৪৬ রান
অস্ট্রেলিয়া বেশ ভালো জায়গায় রয়েছে। ২০ ওভারে তারা প্রায় ১৫০-র বেশি কাছাকাছি রান করে ফেলেছে। ২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৪৬ রান। ৫৩ বলে ৫৩ রান মার্শের। ৩৩ বলে ৩৬ রান স্মিথের।
27 Sep 2023, 03:06 PM IST
মিচেল মার্শের হাফসেঞ্চুরি
৪৫ বলে মিচেল মার্শ নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। মারেন ৭টি চার এবং ১টি ছক্কা। ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নেমে মার্শ দুরন্ত ব্যাট করেন। প্রথম উইকেটে মার্শ-ওয়ার্নার মিলে ৪৯ বলে ৭৮ রান করেন। ওয়ার্নার আউট হলেও মার্শ হাল ধরে রেখেছেন। সঙ্গত করছেন স্টিভ স্মিথ। ১৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ১৩১ রান। ৪৫ বলে ৫০ রান মার্শের। ২৩ বলে ২৫ রান স্মিথের।
27 Sep 2023, 02:38 PM IST
১৫ ওভার শেষে অজিদের স্কোর ১২০/১
এই ওভারে হল মাত্র ১ রান। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেট হারিয়ে ১২০ রান। মিচেল মার্শ ৩৮ বলে ৪৩ রান করে ক্রিজে লড়াই চালাচ্ছেন। তাঁকে সঙ্গত করছেন স্টিভ স্মিথ। তাঁর সংগ্রহ ১৮ বলে ২১ রান।
27 Sep 2023, 02:30 PM IST
১০০ পার অস্ট্রেলিয়ার
১২ ওভারে ১০০ পার করে ফেলল অস্ট্রেলিয়া। শুরুটা আগুনে মেজাজেই করেছিলেন অজিদের দুই ওপেনার। প্রথম দুই ওভার ধীরগতিতে খেললেও, তার পর থেকে হাত খুলে মারতে শুরু করেন ওয়ার্নার এবং মার্শ। বিশেষ করে ওয়ার্নার বিধ্বংসী মেজাজে অজিদের পায়ের তলার জমি শক্ত করে। তিনি হাফসেঞ্চুরি করে আউট হলে হাল ধরেন মার্শ এবং স্মিথ। ১২ ওভার শেষে ১ উইকেটে ১০৪ রান অজিদের। ২৫ বলে ৩৩ রান মার্শের। ১৩ বলে ১৫ রান স্মিথের।
27 Sep 2023, 02:20 PM IST
১০ ওভারে অজিদের স্কোর ৯০/১
১০ ওভারের খেলে ফেলল অস্ট্রেলিয়া। ইতিমধ্যে আউট হয়েছেন ওয়ার্নার। তবে অস্ট্রেলিয়া ১০ ওভার শেষে ভালো জায়গায় রয়েছে। ৯ রানরেটে ১ উইকেট হারিয়ে তারা করে ফেলেছে ৯০ রান। ২০ বলে ২৭ রান মার্শের। স্মিথের সংগ্রহ ৬ বলে ৭ রান।
27 Sep 2023, 02:18 PM IST
আউট ওয়ার্নার
দুরন্ত ছন্দে ব্যাট করছিলেন ওয়ার্নার। প্রসিধের প্রথম ওভারে তাঁকে পিটিয়ে ছাতু করে নিয়েছিলেন ১৯ রান, সেই প্রসিধই নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে বদলা নিলেন। নবম ওভারের প্রথম বলেই ফেরালেন ওয়ার্নারকে। প্রসিধের বলে স্কুপ মারতে গিয়ে রাহুলকে ক্যাচ দেন ওয়ার্নার। জোরালো আবেদন। আম্পায়ারও আঙুল তুলে দিয়েছেন। ৩৪ বলে ৫৬ করে সাজঘরে ফিরলেন ওয়ার্নার। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার এবং চারটি ছক্কা। ওয়ার্নারের বদলে ক্রিজে এলেন নতুন ব্যাটার স্টিভ স্মিথ।
27 Sep 2023, 02:14 PM IST
ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূরণ ওয়ার্নারের
বিধ্বংসী মেজাজে ডেভিড ওয়ার্নার। ছক্কা হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন তিনি। অর্ধশতরান করতে ৩২ বল নিলেন। হাফসেঞ্চুরি করতে তিনি মেরেছেন ৬টি চার এবং চারটি ছক্কা। ৮ ওভার শেষে বিনা উইকেটে ৭৮ রান অস্ট্রেলিয়ার। ৯.৭৫ রানরেট। ১৫ বলে ২২ রান মার্শের। ৩৩ বলে ৫৬ রান ওয়ার্নারের।
27 Sep 2023, 02:07 PM IST
প্রসিধের ওভারে হল ১৯ রান
সপ্তম ওভারে বল করতে এসেছিলেন প্রসিধ কৃষ্ণ। আর সেই ওভারেই প্রসিধকে পিটিয়ে ছাতু করলেন ওয়ার্নার। ৪-০-৪-৪-৬-১- হল মোট ১৯ রান। ৫০ রান টপকাল অজিরা। সপ্তম ওভার শেষে ৯.২৮ রানরেটে তারা ৬৫ রান করে ফেলল। ১৫ বলে ২২ রান মার্শের। ২৭ বলে ৪৩ রান ওয়ার্নারের।
27 Sep 2023, 01:54 PM IST
ভয়ঙ্কর হয়ে উঠছে অজিদের ওপেনিং জুটি
ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি। পঞ্চম ওভারেই ৪৪ করে ফেলেছে মার্শ এবং ওয়ার্নার মিলে। প্রথম দুই ওভারে কিছুটি ধীরে শুরু করলেও, তার পর হাত খুলেছেন দুই অজি ওপেনার। পঞ্চম ওভারে তাঁকা করেছেন ৭ রান। ১৭ বলে ২৩ রান ওয়ার্নারের। ১৩ বলে ২১ রান মার্শের।
27 Sep 2023, 01:51 PM IST
সিরাজকে পিটিয়ে ১৬ রান নিলেন ওয়ার্নার
চতুর্থ ওভারেও বড় স্কোর করল অস্ট্রেলিয়া। সিরাজকে পিটিয়ে ১৬ রান নিলেন ওয়ার্নার। এই ওভারের প্রথম বলে চার দিয়ে শুরু করেছিলেন ওয়ার্নার। চতুর্থ এবং ষষ্ঠ বলে দু'টি ছক্কা হাঁকান তিনি। ৪ ওভার শেষে অজিদের সংগ্রহ বিনা উইকেটে ৩৭ রান। ১৫ বলে ১৮ করেছেন ওয়ার্নার। ৯ বলে ১৯ রান মার্শের।
27 Sep 2023, 01:46 PM IST
তৃতীয় ওভারে ১৪ রান দিলেন বুমরাহ
তৃতীয় ওভারে বুমরাহকে পিটিয়ে ১৪ রান নিলেন মার্শ। প্রথম বলে চার দিয়ে শুরু করেছিলেন। পরের দুই বলে রান না হলেও, চতুর্থ এবং পঞ্চম বলে যথাক্রমে ছক্কা এবং চার হাঁকান মার্শ। ৩ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ২১ রান অজিদের। ৯ বলে ১৯ রান মিচেল মার্শের। ৯ বল খেলে ২ করেছেন ওয়ার্নার।
27 Sep 2023, 01:42 PM IST
২ রান দিলেন সিরাজ
দ্বিতীয় ওভারে হল মাত্র ২ রান। মহম্মদ সিরাজের বলে দু'টি সিঙ্গলই নিতে পেরেছেন ওয়ার্নার এবং মিচেল মার্শ। ৩ বলে ৫ রান মার্শের। ওয়ার্নার ৯ বলে খেলে মাত্র ২ করেছেন।
27 Sep 2023, 01:36 PM IST
প্রথম ওভারে হল ৫ রান
প্রথম ওভারের পঞ্চম বলে মার্শ একটি চার হাঁকান বুমরাহকে। এছাড়া মাত্র ১ রান দিয়েছিলেন বুমরাহ। প্রথম ওভারে হল ৫ রান। ২ বলে ৪ রান মার্শের। চার বলে ১ রান ওয়ার্নারের।
27 Sep 2023, 01:31 PM IST
ম্যাচ শুরু
ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওডিআই ম্যাচ শুরু। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছেন ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। বল হাতে ওপেন করেছেন ভারতের জসপ্রীত বুমরাহ।
দলে পাঁচটি পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন মিচেল মার্শ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল। অ্যাডাম জাম্পার জায়গায় খেলছেন তনভীর সঙ্ঘা।
ভাইরাল হওয়ার কারণে রাজকোটে খেলতে পারছেন না ইশান কিষাণ। দলে নেই শুভমন গিলও। তাই এই ম্যাচে ওপেন করবেন বিরাট কোহলি। একাদশে নেই রবিচন্দ্রন অশ্বিনও। তবে রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর দলে ঢুকেছেন।
27 Sep 2023, 01:09 PM IST
টস জিতল অস্ট্রেলিয়া
রাজকোটে টস জিতল অস্ট্রেলিয়া। তারা প্রথমে ব্যাট করবে। অর্থাৎ রান তাড়া করতে হবে ভারতকে।
27 Sep 2023, 12:00 PM IST
রোহিত উবাচ
ম্যাচের আগে রোহিত বলেছেন, ‘শুভমন, হার্দিক, শামি, শার্দুল নেই। এখনও ফিট নয় অক্ষর। তাই ১৩ জনের মধ্যে থেকে ১১ জনকে বেছে নিতে হবে আমাদের। আগামী কয়েকটা সপ্তাহ আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সবার ঠিকঠাক থাকা গুরুত্বপূর্ণ। এই সময় কেউ বাড়ি যেতে চাইলে যেতেই পারে। তাতে কোনও সমস্যা নেই। কারণ আমরা বিশ্বকাপের সময় সবাইকে তরতাজা চাই। আশা করি সবাই তরতাজা ভাবে ফিরে আসবে।’
27 Sep 2023, 12:00 PM IST
রোহিতের হাত নাকি ১৩ জন ক্রিকেটার
পরপর প্রথম দুই ওডিআই জিতে তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই পকেটে পুড়ে ফেলেছে ভারত। বিশ্বকাপের আগে এটাই শেষ ম্যাচ এবং শেষ সুযোগ পরীক্ষানিরীক্ষার। এর পর অবশ্য দু'টি প্রস্তুতি ম্যাচ রয়েছে। কিন্তু তার আগে ভারতীয় শিবিরে চিন্তা। স্বয়ং রোহিত জানিয়েছেন, বুধবারের ম্যাচের জন্য তাঁর হাতে নাকি ১৩ জন ক্রিকেটার রয়েছে। তার মধ্যে থেকেই বেছে নিতে হবে প্রথম একাদশ। শুভমন গিল জ্বরে আক্রান্ত। মহম্মদ শামি, শার্দুল ঠাকুর ও হার্দিক পান্ডিয়া ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে গিয়েছেন। এদিকে বিশ্রাম দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শার্দুল ঠাকুর, প্রসিধ কৃষ্ণ এবং তিলক বর্মাকে।
27 Sep 2023, 12:00 PM IST
তৃতীয় ওডিআই-এ ফিরতে পারেন রোহিত, কোহলি
প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে প্রথম একাদশে ফিরতে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা। বুধবার নেতৃত্ব দেবেন রোহিত। তাঁর সঙ্গে ওপেন করতে পারেন ইশান কিষাণ। তিন নম্বরে আসতে পারেন কোহলি। তার পর নামবেন শ্রেয়স আইয়ার। পাঁচ এবং ছয় নম্বরে নামবেন যথাক্রমে প্রথম দু’ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে বুধবারই শেষ খেলতে নামবেন রোহিতেরা।