বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পর টাইগারদের দ্বিতীয় হোম গ্রাউন্ড কলকাতার ইডেন গার্ডেন্স । আর শনিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশ নামার আগে ময়দানের কোনায় কোনায় ধরা দিল ওপার বাংলার আমেজ। দেদার বিক্রি হচ্ছে সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবালের জার্সি। দাম মাত্র ২০০। কোথাও আরো কম, মাত্র ১৫০। বাংলাদেশের পাশাপাশি ভারতের জার্সি কেনার হিড়িক দেখা গেল। সবচেয়ে বেশি চোখে পড়ে বিরাট কোহলির জার্সি।

দেদার বিক্রি হচ্ছে ভারত, বাংলাদেশের জার্সি
(নিজস্ব ছবি)একদিকে যৌথ সংগ্রামী মঞ্চে লক্ষ্মীপূজায় মত্ত আন্দোলনকারীরা অন্যদিকে তাদের সামনে জার্সির এর সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ময়দানের আনাচে-কানাচে ছোট ছোট বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন বাংলাদেশ, ভারতের জার্সি- মাথার ব্যান্ড- হাতের ব্যান্ড ইত্যাদি সহ আরও অনেক।
ময়দানের দুইপ্রান্তে যেইদিকে চোখ যায় শুধুই টাইগার সমর্থক। কেই সবুজ-লাল পতাকা গায়ে তো কেউ মাথায় রয়্যাল বেঙ্গল টাইগারের পুতুল মাথায় নিয়ে ঘুরছেন। সবুজ ক্যানভাসের মাঝে তুলির ছিটের মত গুটিকয়েক কমলা জার্সি গায়ে নেদারল্যান্ডস সমর্থকেও ঘুরে বেড়াতে দেখা গেল।
তবে এদিন নজর টেনে নিলেন গোষ্ঠপাল সরণীতে প্ল্যাকার্ড হাতে এক ওপার বাংলার বাসিন্দা। হাতের প্ল্যাকার্ড জ্বল জ্বল করছে 'তামিম H❤️R মাশরাফি'। কথা বলে জানা গেল বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা তিনি। কলকাতায় এসেছেন টাইগারদের হয়ে গলা ফাটানোর জন্য। কিন্তু নেদারল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের প্রাক্কালে প্রচন্ডভাবে অভাব অনুভব করছেন দলে তামিম ইকবাল এবং এবং মাশরাফি বিন মুরতাজা না থাকার।

প্ল্যাকার্ড হাতে এক ওপার বাংলার সমর্থক
(নিজস্ব ছবি)অন্যদিকে কলকাতার বাসিন্দারা একপ্রকার ধরেই নিয়েছেন এবারের বিশ্বকাপ উঠতে চলেছে রোহিত শর্মাদের হাতেই। তারই মধ্যে মেন ইন ব্লুদের জার্সিতে বিসিসিআই-এর লোগোর মাথায় দেখা দিল তিন তারা।

সেই তিনতারা জার্সি
(নিজস্ব ছবি)আদতে খুবই সামান্য মনে হলেও, বিষয়টি বেশ মজাদার, কারণ ভারত এখনও অবধি মাত্র দুইটি বিশ্বকাপ জিতেছে। এই বিশ্বকাপে রোহিতদের চ্যাম্পিয়ন হওয়ার আশা উজ্জ্বল হলেও কাপ এবং ঠোঁটের দূরত্ব অনেক এখনও। তাই এই তিন নম্বর তারা ভ্রান্তকর।
খোঁজ নিয়ে জানা গেল এই তিনতারা জার্সি তৈরি হয়েছে বাংলার বিশরপাড়া অঞ্চলে আর সেখান থেকেই মাল তুলে এনে পসার সাজিয়েছেন বিক্রেতারা।

ক্ষুদে বিক্রেতার জার্সির পসার
(নিজস্ব ছবি)উল্লেখ্য, ক্রিকেট দুনিয়ায় এখনও অবধি দুইয়ের বেশি বিশ্বকাপের মালিক অস্ট্রেলিয়া। তারা মোট পাঁচটি বিশ্বকাপ জিতেছে। এছাড়া দুইটি করে বিশ্বকাপের মালিক ওয়েস্ট ইন্ডিজ। যারা বর্তমানে এই বিশ্বকাপের বাইরে। এছাড়া একটি করে বিশ্বকাপ জিতেছে পাকিস্তান, শ্রীলঙ্কা, এবং ইংল্যান্ড ।