শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপের নিঃসন্দেহে দল হিসেবে সেরা চমক আফগানিস্তান। তালিবান শাসিত ভূমিকম্প পীড়িত আফগানিস্তানের আপাতত শত কষ্ট ভুলিয়ে দিয়েছেন রশিদ খানরা। চলতি ওডিআই বিশ্বকাপে ভারতের মাটিতে তাদের অনবদ্য পারফরম্যান্স হাসি ফুটিয়েছে আফগানিস্তানের আম আদমির মুখে। তবে এই আনন্দে সামিল হয়েছেন শুধু আফগানিস্তানের মানুষজন নয়। সামিল হয়েছেন বেশ কিছু প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটারও। গত ম্যাচেই আফগানরা পাকিস্তান দলকে হারানোর পরে তাদের সঙ্গে মাঠেই নেচে আনন্দে মাততে দেখা গিয়েছিল ইরফান পাঠানকে। আর সোমবার আফগানিস্তান আরেক প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে দিতেই ফের তাদের জয় নেচে উদযাপন করলেন ইরফান পাঠান।
তবে এবার ইরফান মাঠে নয়,নাচলেন স্টুডিওতে। আর এবার তাঁর সঙ্গে যোগ দিলেন ভারতীয় দলে তাঁর একদা সতীর্থ হরভজন সিংও। পাঠান এবং হরভজনের উদযাপনের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। যা ইতিমধ্যেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।স্টুডিওতে একটি বিখ্যাত আফগান গান চালিয়ে নাচতে দেখা যায় দুই তারকাকে।
নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁরা সেই ভিডিয়ো পোস্ট ও করেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সোমবার ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কার বিপক্ষে সাত উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান দল। তারপরেই ম্যাচ শেষের শো'তে স্টুডিওতে ঘটে এই ঘটনা।
ভিডিয়ো শেয়ার করে ইরফান পাঠান তাঁর ক্যাপশনে লেখেন, 'আফগানিস্তানের জন্য এটা একটা অনবদ্য জয়। তোমাদের চলতি বিশ্বকাপের তৃতীয় জয়তে অনেক অনেক শুভেচ্ছা।' চলতি ওডিআই বিশ্বকাপে রীতিমতো 'জায়ান্ট কিলার' হয়ে গিয়েছেন রশিদ খানরা। তিন তিনটি প্রাক্তন চ্যাম্পিয়ন দেশকে তারা হারিয়ে দিয়েছে। যার মধ্যে রয়েছে ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান দলের বিরুদ্ধে জয়। রয়েছে গত ওডিআই বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের বিপক্ষে জয়। সবশেষে রয়েছে সোমবার অর্জুন রনতুঙ্গা, অরবিন্দ ডি'সিলভার দেশ শ্রীলঙ্কার বিপক্ষে জয়। আর আফগানিস্তান দল তাদের শেষ তিনটি ম্যাচ জেতার পরেই নেচে আফগানিস্তানের জয় উদযাপনে মাতেন ইরফান পাঠান। ইরফান এবার অবশ্য একা ছিলেন না। স্টুডিওর ফ্লোরে তাঁকে যোগ্য সঙ্গত দেন হরভজন সিং।