
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২৩ বিশ্বকাপে ভারতের চূড়ান্ত ১৫ জনের স্কোয়াডে বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল শেষ পর্যন্ত ছিটকেই গেলেন। পরিবর্ত হিসাবে দলে ঢুকলেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। জানা গিয়েছে, কোয়াড্রিসেপ স্ট্রেনের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর অক্ষর এখনও পুরো সুস্থ নন। তাঁর পুরো ফিট হতে আরও অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।
আইসিসি-র নিয়মানুযায়ী, দলগুলো বিশ্বকাপ স্কোয়াডে কোনও রকম বিধিনিষেধ ছাড়াই ২৮ সেপ্টেম্বরের মধ্যে পরিবর্তন করতে পারে। তবে ২৯ সেপ্টেম্বর থেকে দলে কোনও পরিবর্তনের জন্য আইসিসি-র সম্মতি লাগবে। যে কারণে ভারতও কোনও রকম ঝুঁকি না নিয়ে অক্ষরের পরিবর্ত হিসাবে বৃহস্পতিবারই অশ্বিনের নাম পাঠিয়ে দিল আইসিসি-র কাছে।
অশ্বিন কিন্তু ভারতীয় দলের সঙ্গে আগেই গুয়াহাটি পৌঁছে গিয়েছিলেন। সেখানে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ভারতীয় দলের সঙ্গে অশ্বিনের গুয়াহাটি সফরের ছবি প্রকাশ্যে আসতেই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল। পরে আইসিসি-র তরফেও এ কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়। এখন অশ্বিন এই ভারতীয় স্কোয়াডে বিরাট কোহলির পর দ্বিতীয় প্লেয়ার, যিনি ২০১১ ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।
অগস্টের শেষ দিকে বিসিসিআই-এর ঘোষিত ১৫ সদস্যের দলে অশ্বিন ছিলেন না। সেই সময়ে ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকার উল্লেখ করেছিলেন যে, অশ্বিনও দলে ঢোকার লড়াইয়ে ছিলেন, তবে নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্ট অক্ষরকে বেছে নিয়েছিল। আসলে অক্ষরের ব্যাটিং গভীরতার কারণেই তাঁকে দলে রাখা হয়েছিল। কিন্তু এশিয়া কাপে চোট পেয়ে অক্ষর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) ফিরে আসেন, বিসিসিআই তাঁর বদলি হিসেবে ওয়াশিংটন সুন্দরকে এশিয়া কাপের ফাইনালের দলে রেখেছিল।
আরও পড়ুন: প্রথম চার নয়, চ্যাম্পিয়ন হতে প্রত্যয়ী বাবররা সাত বছর বাদে এলেন ভারতে- ভিডিয়ো
ওয়াশিংটন এবং অশ্বিন- দু'জনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন। যে সিরিজে ভারত ২-১ জিতে গিয়েছে। সেই সিরিজে অশ্বিন ভারতের হয়ে ১৮ মাস পরে প্রথম ওয়ানডে খেলেছিলেন। রাজকোটে তৃতীয় ওয়ানডেতে অশ্বিনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে প্রথম ২টি ওডিআই-এ তিনি যথাক্রমে ৪৭ রানে ১ এবং ৪১ রানে ৩ উইকেট নিয়েছিলেন।
ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বুধবার তৃতীয় ওডিআইয়ের পরে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে, বিশ্বকাপ দলে কোনও পরিবর্তন হচ্ছে না। তবে প্রধান নির্বাচক অজিত আগরকার এনসিএ-এর সঙ্গে যোগাযোগ করেছিলেন অক্ষরের বিষয়ে জানতে। জানা গিয়েছে, অক্ষর এখনও ফিট নন। তাই তাঁকে বাদ দিয়ে অশ্বিনকে দলে নেওয়া হয়েছে।
অশ্বিন ভারতের বিশ্বকাপ দলে একমাত্র বিশেষজ্ঞ অফস্পিনার। তিনি এখনও পর্যন্ত ১১৫টি ওয়ানডে খেলে ফেলেছেন। ১৫৫টি ওডিআই উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ইকোনমি রেট ৪.৯৪।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports