শুভব্রত মুখার্জি:- ভারতে এই মুহূর্তে চলছে ওডিআই বিশ্বকাপের আসর। তার মাঝেই গোটা দেশ উচ্ছাসে ভেসেছে দিওয়ালিতে। দিওয়ালি আলোর উৎসব বলেই খ্যাত। এই দিওয়ালিতেই দেশের সর্বত্র দেখা যায় আলোর রোশনাই। দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই ভারতের সব শহরেই পালিত হয় এই দিওয়ালি। আর তার উপরে দেশে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ওডিআই বিশ্বকাপের আসর। বিশ্বকাপে এই মুহূর্তে প্রায় শেষ পর্যায়ে। গ্রুপ পর্বের খেলা শেষের পথে। ১৫ তারিখ থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। ওয়াংখেড়েতেও খেলা হবে একটি সেমিফাইনাল। আর এমন আবহেই মুম্বইতে যেন দিওয়ালি আর বিশ্বকাপের ‘ডাবল ধামাকা’।
মুম্বইয়ের আইকনিক গেটওয়ে অফ ইন্ডিয়াতেও ধরা পড়েছে এই উৎসবের আমেজ। যাতে মিশেছে বিশ্বকাপের উত্তাপও। আলোয় আলোয় সেজে উঠেছে এই গেট। আর এই আলোর মধ্যে দিয়েই ফুটিয়ে তোলা হয়েছে বিশ্বকাপের নানা মুহূর্ত। গেটওয়েতে লেখা হয়েছে 'ইট টেকস জয়'। অর্থাৎ এতে আনন্দ পাচ্ছে সবাই। গেটওয়েতে একদিকে আলোতে ফুটিয়ে তোলা হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার ছবি। অপরদিকে রয়েছে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বিধ্বংসী ইনিংস খেলা গ্লেন ম্যাক্সওয়েলের ছবি।
আইসিসি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে গেটওয়ের আলোকমালায় বিশ্বকাপের থিমে সুসজ্জিত ছবি পোস্ট করেছে। গোটা দেশ জুড়ে যে দিন পালন করা হবে দিওয়ালি সেই দিনেই ভারত চলতি বিশ্বকাপে তাদের গ্রুপের শেষ ম্যাচটি খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। প্রসঙ্গত ভারত ইতিমধ্যেই আটটি ম্যাচের আটটিতেই জিতে সেমিফাইনালে চলে গিয়েছে। যেখানে তাঁদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বি নিউজ়িল্যান্ড দল। ঘটনাচক্রে ভারত তাদের এই সেমিফাইনাল ম্যাচটি আবার ১৫ নভেম্বর খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই।