একগুঁয়ের মতো দল চালাতেন, নিজের খেয়ালখুশি মতো দল চালাতেন - বিরাট কোহলির নামে এরকম অভিযোগ হামেশাই শোনা যায়। তার জেরে বিরাটের আমলে নাকি ভারতীয় ড্রেসিংরুমে ফাটল ধরেছিল বলেও অভিযোগ উঠত। যদিও বিরাটের বিরুদ্ধে সেই নিজের খেয়ালখুশি মতো দল চালানোর তত্ত্ব খারিজ করে দিলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ঘুরিয়ে রোহিত বুঝিয়ে দিলেন, এখন তিনি যে কায়দায় দল চালাচ্ছেন, কার্যত সেরকমভাবেই দল চালাতেন বিরাট। ২০১৯ সালের বিশ্বকাপেও সেটাই হয়েছিল। যে কাজটা তিনি নিজে করছেন ২০২৩ সালের বিশ্বকাপে।
বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আগেরদিন সাংবাদিক বৈঠকে ভারতীয় অধিনায়ক রোহিতকে প্রশ্ন করা হয় যে এবারের বিশ্বকাপে খেলা ভারতের দলই সর্বকালের সেরা দল কিনা। সেই প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘আমি ২০১১ সালের বিশ্বকাপের দলে ছিলাম না। যে বিশ্বকাপটা আমরা জিতেছিলাম। আমি ২০১৫ সালের বিশ্বকাপ এবং ২০১৯ সালের বিশ্বকাপের দলে ছিলাম। কোন দলটা বেশি ভালো ছিল, কোন দলটা বেশি ভালো ছিল না, সেটা বলা খুব শক্ত। দিনের শেষে এটা ভারতীয় দল।’
রোহিত আরও বলেন, ‘আমি এটা বলব না যে ২০২৩ সালের দলের থেকে ২০১৯ সালের দল বেশি ভালো ছিল বা ২০১৫ সালের থেকে ভালো ছিল। এবারের দলের বিষয়ে একটা কথা বলতে পারি যে প্রত্যেকের ভূমিকা কী, সেটা একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ওরা (খেলোয়াড়রা) জানে যে মাঠে নেমে ওদের ঠিক করতে হবে। যা খেলোয়াড়দের কাজটা কিছুটা সহজ করে দেয়। তারা সহজেই বুঝতে পারে যে তাদের থেকে কী প্রত্যাশা করছে ম্যানেজমেন্ট। আমি এটা বলছি না যে ২০১৯ সালের বিশ্বকাপে কার কী ভূমিকা হবে, সেটা স্পষ্ট ছিল না।’
আরও পড়ুন: অনুশীলনে কোহলির ব্যাটে ঝড়ের পূর্বাভাস, রোহিতদের থমথমে মুখে ফুটে উঠল সেমিফাইনালের চাপ
তাহলে কী বলতে চাইছেন রোহিত? তিনি নিজেই সেই বিষয়টা স্পষ্ট করে দেন। ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি অধিনায়ক ছিলাম না। আমি সেই আলোচনার গ্রুপের অংশ ছিলাম না যে গ্রুপ দলের খেলোয়াড়দের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে থাকে। মূলত কোচ এবং ক্যাপ্টেন সেই কাজটা করে থাকে। সেখানেই ঠিক হয় যে কোন খেলোয়াড়দের থেকে দল কী চায়। তো আমি সেই গ্রুপের অংশ ছিলাম না। স্বভাবতই আমি এখন সেই গ্রুপে আছি। তাই এখন প্রত্যেক খেলোয়াড়ের দায়িত্ব কী হবে, সেটা বুঝিয়ে দিই (আমি)।’
সেই পরিস্থিতিতে কোন বিশ্বকাপে ভারতের দল বেশি ভালো ছিল, সেটা নির্ধারণের লড়াইয়ে পড়তে চাননি রোহিত। তাঁর কথায়, ‘কোনও দলকে রেটিং করা ঠিক হবে না আমার বা এটা বলাও ঠিক হবে না যে কোনও একটা দল ছড়ি ঘোরাত। আমি যে যে দলের অংশ ছিলাম, সেটার প্রতিটি দলই যথেষ্ট ছড়ি ঘুরিয়েছে।’
আরও পড়ুন: ২০১১-র সঙ্গে ২০২৩ বিশ্বকাপের এই ৯টি মিল দেখলে চমকে যাবেন, তবে কি ফের চ্যাম্পিয়ন হবে ভারত?