শুভব্রত মুখার্জি:- পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি তারকা ওয়াসিম আক্রম। দীর্ঘদিন হল ক্রিকেট খেলা ছেড়েছেন তিনি। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করার পাশাপাশি তিনি কাজ করছেন টিভি বিশেষজ্ঞ হিসেবেও। সেখানেই সম্প্রতি মেজাজ হারিয়েছেন তিনি।
পাকিস্তান সিনিয়র দলের বর্তমান ক্রিকেটার আবদুল্লা শফিককে একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘ক্রিকেট খেলাটা তুমি ছেড়ে দাও! ছেড়ে দিয়ে নাটক শুরু কর।’ অস্ট্রেলিয়া সফরে একাধিক গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলাতেও তিনি ধুয়ে দিয়েছেন শফিককে।
পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্সের ম্যাচে একটি ভালো এক ক্যাচ নিয়েছেন আবদুল্লা শফিক। তবে আন্তর্জাতিক কোন ক্রিকেটারের কাছে ক্যাচটা যে খুব কঠিন ছিল, তা কিন্তু একেবারেই নয়। ওই ধরনের ক্যাচ বর্তমান সময়ে ফিল্ডাররা হামেশাই ধরে থাকেন। ম্যাচে ইমদ ওয়াসিমের ক্যাচটি ধরেন শফিক। ঘটনাচক্রে ইমদও মাঝারি মাপের একজন ব্যাটার বলা চলে। আর সেই ক্যাচ ধরেই শফিকের বাড়াবাড়ি উদযাপনের পরেই তাঁকে ধুয়ে দিয়েছেন ওয়াসিম।
ওই ক্যাচ নিয়েই শফিক গ্যালারির দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে সবাইকে তিনি চুপ থাকতে বলেছেন। শফিকের সেই উদযাপনেই চটে লাল ওয়াসিম আক্রম। এমন উদযাপনকে আক্রম অভিনয় বলেছেন। তিনি এরপরে শফিককে ক্রিকেট ছেড়ে নাটকেও যোগ দিতে বলেছেন!
রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছিল এই ম্যাচ। এই ম্যাচে জয়ের জন্য ইসলামাবাদকে ১৬৩ রানের লক্ষ্য দিয়েছিল লাহোর। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ইসলামাবাদ। মাত্র ৩৬ রানে ৬ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় ইসলামাবাদ। ফাহিম আশরাফ লড়াই করার চেষ্টা করেন। তিনি ৪১ রানে অপরাজিত থাকেন।তবে দলের হার এড়াতে পারেননি।
পিএসএলের অন্যতম সম্প্রচারকারী টিভি চ্যানেল ‘এ স্পোর্টস' তাদের বিখ্যাত ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানে কিংবদন্তি ওয়াসিম আক্রম এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘সন্দেহ নেই ক্যাচটা দারুণ। কিন্তু ও যে অস্ট্রেলিয়ায় ৩৬টি ক্যাচ (বাস্তবে ৪টি) ফেলল, সেগুলোর ব্যাপারে কী বলবে? একটা ক্যাচ ধরেই ও সবাইকে চুপ থাকতে বলছে! ওঁকে কেউ বলে দেয় যেন ওর আসলে ক্রিকেটটা ছেড়ে দেওয়া উচিত। ওর উচিত নাটকে নাম লেখানো!'
ওই এক অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তানের আরেক প্রাক্তন অধিনায়ক আজহার আলী জানান শফিকের অঙ্গভঙ্গি হয়তো লাহোর কালান্দার্সকে উদ্দেশ্য করে করা। হয়ত ড্রেসিংরুমে কোনো ঘটনা ঘটেছে। আর সেই জন্য তাঁর রাগের বহিঃপ্রকাশ হতে পারে। আর তাই হয়ত আবদুল্লা শফিক এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিমত আজহারের।