রঞ্জি ট্রফিতে কেরলের বিপক্ষে ম্যাচে ৪৯ রান দিয়ে ১০ উইকেট নিয়ে শিরোনামে হরিয়ানার পেসার অংশুল কম্বোজ। ছুঁয়ে ফেললেন ৩৯ বছর আগের রেকর্ড। কে এই যুবক? চিনে নিন তাঁকে।
অংশুল কম্বোজ। (ছবি- BCCI)
রঞ্জি ট্রফিতে নজর কেড়েছেন হরিয়ানার তরুণ পেসার অংশুল কম্বোজ। কেরলের বিপক্ষে ম্যাচে এই ২৩ বছর বয়সী পেসার মাত্র ৪৯ রান দিয়ে তুলে নেন এক ইনিংসের সব কটি উইকেট। অংশুলের এই কৃতিত্ব তাঁকে রেকর্ড বুকের এলিট লিস্টে জায়গা করে দিয়েছে। রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড এর আগে মাত্র ২ জনেরই ছিল, এবার তৃতীয় বোলার হিসেবে নাম লিখালেন তিনি। ৩৯ বছর পর এরকম ঘটনা ঘটল রঞ্জিতে। এদিন ১০ উইকেট নিয়ে অংশুল কিংবদন্তি প্রেমাংশু চ্যাটার্জি এবং প্রদীপ সুন্দরমকে ছুঁয়ে ফেললেন। অংশুলের এই পারফরম্যান্স এই মুহূর্তে চর্চার কেন্দ্রে উঠে এসেছে।
কে এই অংশুল কম্বোজ?
বর্তমানে ভারতীয় ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় পেসারদের মধ্যে একজন হলেন অংশুল কম্বোজ। রঞ্জির আগে তিনি ২০২৪ দলীপ ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন, ৫ ইনিংসে নিয়েছিলেন ১৬ উইকেট। শুধু তাই নয়, রঞ্জির মতোই দলীপেও ইনিংসের প্রায় সব উইকেট একাই নেওয়ার নজির রেখেছিলেন তিনি। ভারত সি দলের হয়ে প্রতিনিধিত্ব করার সময় ভারত বি দলের বিপক্ষে এক ইনিংসে ৬৯ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। সেবারও রেকর্ড গড়েছিলেন অংশুল। দলীপ ট্রফির ইতিহাসে পঞ্চম সেরা বোলিং ফিগার ছিল তাঁর।
২০২২ সালে হরিয়ানার হয়ে ক্রিকেটের ৩ ফরম্যাটে অভিষেক ঘটে অংশুলের। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে একের পর এক নজির গড়ে চলেছেন তিনি। এর আগে পর্যন্ত তিনি ১৮টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন। যেখানে মোট ৪৭টি উইকেট নিয়েছিলেন, গড় ২৮.২৩। কেরলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচটি তাঁর ১৯ তম প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ। অংশুল গতবছর বিজয় হাজারে ট্রফিতে হরিয়ানার হয়ে প্রথম নজরে এসেছিলেন।সেখানে তিনি মাত্র ১০টি ম্যাচে ১৭ উইকেট নিয়ে শিরোনামে উঠে এসেছিলেন। এরপরেই মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে এবছর দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। অংশুল এই মরশুমে IPL-এ ৩টি ম্যাচ খেলেছিলেন।
যদিও তাঁকে IPL ২০২৫-এর জন্য রিটেন করা হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের তরফে। তবে RTM কার্ড রয়েছে এবার অকশনে। তাই মনে করা হচ্ছেএমন পারফরম্যান্সের পর মেগা অকশনে তাঁকে RTM কার্ড ব্যবহার করে দলে ফিরিয়ে নিতে পারে MI। উল্লেখ্য, গতমাসে ইমার্জিং এশিয়া কাপে ভারত-এ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন অংশুল। যেখানে তিনি ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন।