ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের হয়ে অভিষেক হল পেসার অংশুল কাম্বোজের। ২৪ বছর বয়সি এই পেসারকে দলে অন্তর্ভুক্ত করা হয় আকাশ দীপ ও অর্শদীপ সিংয়ের চোটের কারণে। তাদের টেস্টের বাইরে চলে যাওয়ার পরই টিম ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে। যদিও কাম্বোজ এর আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত ‘এ’-এর হয়ে দুটি প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করেছিলেন। তবুও তাকে মূল দলে নেওয়ার সিদ্ধান্ত সকলকে কিছুটা চমকে দিয়েছিল। নরথ্যাম্পটন ও ক্যান্টারবেরিতে মোট চার ইনিংসে তিনি পাঁচটি উইকেট নিয়েছিলেন এবং দারুণ সুইং ও বাউন্স আদায় করেছিলেন।কে এই অংশুল কাম্বোজ?অংশুল কাম্বোজের জন্ম ২০০০ সালের ৬ ডিসেম্বর, হরিয়ানার করনালে। তিনি একজন মিডিয়াম পেসার, পাশাপাশি ব্যাটিংয়েও কিছুটা দক্ষতা রয়েছে। তিনি ভারতের ৩১৮তম টেস্ট ক্রিকেটার। মজার ব্যাপার হল, ম্যাঞ্চেস্টারে ভারতের হয়ে শেষবার টেস্ট অভিষেক হয়েছিল অনিল কুম্বলের, যিনি কাম্বোজের মতোই এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে।২০২২ সালের ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে হরিয়ানার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয় কাম্বোজের। ২০২৩ সালে কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে একটি ইনিংসে ১০ উইকেট নিয়ে তিনি এই কৃতিত্ব অর্জনকারী তৃতীয় বোলার হন। এখন পর্যন্ত তিনি ২৪টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন।২০২৪-২৫ মরশুমের বিজয় হজারে ট্রফিতেও কাম্বোজ নজরকাড়া পারফরম্যান্স করেন। ১০ ম্যাচে ১৭টি উইকেট নিয়ে তিনি শীর্ষ উইকেট সংগ্রাহকদের মধ্যে জায়গা করে নেন এবং হরিয়ানাকে প্রথমবারের মতো বিজয় হজারে ট্রফি জেতাতে সাহায্য করেন।আইপিএলে কাম্বোজ অভিষেক করেন ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে। মেগা নিলামে তাকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই, তবে মাত্র তিনটি ম্যাচ খেলার পর ছেড়ে দেওয়া হয়। এরপর ২০২৫ আইপিএলের আগে চেন্নাই সুপার কিংস (CSK) তাকে ৩.৪ কোটি টাকায় কিনে নেয়। এখন পর্যন্ত তিনি আইপিএলে ১১টি ম্যাচ খেলেছেন এবং নিয়েছেন ১০টি উইকেট।