১২ জুলাই, ২০২৮ সালেই ফের অলিম্পিক্সে প্রত্যাবর্তন হতে চলেছে ক্রিকেটের। সরকারিভাবে তারিখ প্রকাশ্যে চলে এল। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির তরফে টি২০ প্রতিযোগিতার খুটিনাটি জানিয়ে দেওয়া হল। লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ২০২৮-র আসরে ১২ই জুলাই থেকে শুরু হওয়া ক্রিকেট ইভেন্টটি চলবে জুলাইয়ের ২৯ তারিখ পর্যন্ত। ফাইনাল ম্যাচে মহিলারা মুখোমুখি হবে জুলাইয়ের ২০ তারিখ আর পুরুষ দল ফাইনাল ম্যাচ খেলবে ২০২৮ সালের জুলাইয়ের ২৯ তারিখে।
এই নিয়ে দ্বিতীয়বার অলিম্পিক্সে ক্রিকেটের দেখা মিলবে। এর আগে প্যারিসে প্রথমবার ১৯০০ সালে ক্রিকেট ইভেন্টটির দেখা মিলেছিল। এর প্রায় ১২৮ বছর পর ফের অলিম্পিক্সে ক্রিকেটাররা সুযোগ পাবেন নিজেদের দক্ষতার পরিচয় দেওয়ার। ১৯০০ সালে গ্রেট ব্রিটেনের ক্রিকেট দল সোনা জিতেছিল প্যারিসের মাঠে। আর লস অ্যাঞ্জেলসে সোনা জয়ের জন্য লড়াই থাকবে ৬টি দলের মধ্যে।
মহিলা এবং পুরুষ, উভয় ক্ষেত্রেই প্রতিটি স্কোয়াডে থাকবে ১৫জন করে সদস্য। দুই বিভাগে ৯০জন করে অ্যাথলিট থাকবেন ৬টি দল মিলিয়ে। লস অ্যাঞ্জেলসের পোমোনা এলাকার ফেয়ারগ্রাউন্ডে সব কটি ম্যাচ হবে, এই মাঠটি লস অ্যাঞ্জেলসের মূল শহর থেকে ৫০ কিমি দূরে। অধিকাংশ দিনেই থাকবে দুটি করে ম্যাচ। ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখেই খেলা শুরুর সময় রাখা হয়েছে রাত সাড়ে নটায় এবং সকাল ৭টায়। অর্থাৎ দুই সময়েই যাতে ভারতের দর্শকদের আকর্ষণ বা ভিউয়ারশিপ টানা যায়।
অবশ্য আইসিসির তরফে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, কোন ছয়টি দল অলিম্পিক্সে খেলবে। অর্থাৎ যোগ্যতার পদ্ধতি কি হবে, সেটা এখনও স্থির হয়নি। যদিও জুলাইয়ের ১৭ তারিখ আইসিসির বার্ষিক সভা বসেছিল সিঙ্গাপুরে, সেদিন এই নিয়ে আলোচনা হয়েছিল। অলিম্পিক্স শুরুর আগেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। ২০২৮ অলিম্পিক্সে আরও চারটি খেলা অন্তর্ভুক্ত হতে চলেছে, সেগুলো হল স্কোয়াশ, ল্যাকরোস, বেসবল এবং ফ্ল্যাগ ফুটবল। প্রসঙ্গত ২০১০, ২০১৪ এবং ২০২৩ সালের এশিয়ান গেমসেও ক্রিকেট ইভেন্টটি ছিল। কমনওয়েল্থ গেমসেও মহিলা ক্রিকেটের ইভেন্টটি আয়োজিত হয়েছিল সম্প্রতি ২০২২ সালে।