১৮ জুলাই অর্থাৎ, শুক্রবার বার্মিংহ্যামে আয়োজক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে ধুন্ধুমার লড়াই দিয়ে শুরু হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৫-এর লড়াই। কিংবদন্তিদের এই বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের যাত্রা শুরু করবে ২০ জুলাই। এজবাস্টনে যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল শুরুতেই মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। আপাতত দেখে দেওয়া যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৫-এর সম্পূর্ণ সূচি।
Pakistan Cricket: বিশ্বকাপের আগে বড় ঝুঁকি নিচ্ছে পাকিস্তান, PCB-র সিদ্ধান্ত বুমেরাং হবে না তো?
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৫-এর সূচি
১৮ জুলাই: ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স (বার্মিংহ্যাম, রাত ৯টা)।
১৯ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স বনাম সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স (বার্মিংহ্যাম, বিকাল ৫টা)।
১৯ জুলাই: ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স (বার্মিংহ্যাম, রাত ৯টা)।
২০ জুলাই: ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স (বার্মিংহ্যাম, রাত ৯টা)।
২২ জুলাই: ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স বনাম সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স (নর্দাম্পটন, বিকাল ৫টা)।
২২ জুলাই: ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স (নর্দাম্পটন, রাত ৯টা)।
২৩ জুলাই: অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স (নর্দাম্পটন, রাত ৯টা)।
২৪ জুলাই: ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স বনাম সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স (লেস্টার, রাত ৯টা)।
২৫ জুলাই: পাকিস্তান চ্যাম্পিয়ন্স বনাম সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স (লেস্টার, রাত ৯টা)।
IND vs ENG: তিন ম্যাচের পরে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে সব থেকে বেশি রান কাদের?
২৬ জুলাই: ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স (লিডস, বিকাল ৫টা)।
২৬ জুলাই: পাকিস্তান চ্যাম্পিয়ন্স বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স (লিডস, রাত ৯টা)।
২৭ জুলাই: সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স (লিডস, বিকাল ৫টা)।
২৭ জুলাই: ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স বনাম ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স (লিডস, রাত ৯টা)।
২৯ জুলাই: অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স (লেস্টার, বিকাল ৫টা)।
২৯ জুলাই: ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স (লেস্টার, রাত ৯টা)।
IND vs ENG: ৩ ম্যাচের পরে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে সব থেকে বেশি উইকেট কাদের?
৩১ জুলাই: প্রথম সেমিফাইনাল (বার্মিংহ্যাম, বিকাল ৫টা)।
৩১ জুলাই: দ্বিতীয় সেমিফাইনাল (বার্মিংহ্যাম, রাত ৯টা)।
২ অগস্ট: ফাইনাল (বার্মিংহ্যাম, রাত ৯টা)।