সংযুক্ত আরব আমিরশাহির পেসার ইবরার আহমেদ দাওয়ারের বোলিংয়ে মুগ্ধ হলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। প্রশংসা করলেন তাঁর। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য দুবাইতে রয়েছে ভারতীয় দল। আয়োজক দেশ পাকিস্তান হলেও সেখানে থেকেই নিজেদের সব ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। রবিবার সেখানেই মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তার আগের দিন অর্থাৎ শনিবার বেশ অনেকক্ষণ নেটে অনুশীলন করেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। সেখানেই ইবরারের সঙ্গে সাক্ষাৎ বিরাটের।
আমিরশাহির পেসারের বোলিং দেখে মুগ্ধ বিরাট:
এই আমিরশাহির পেসার কোহলিকে নেটে বেশ আগ্রাসনের সঙ্গে বোলিং করছিলেন। যা নজর কাড়ে বিরাটের। এরপরেই অনুশীলন শেষ করে যখন বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় ইবরারের প্রশংসা করেন তিনি। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন আমিরশাহির তরুণ পেসার। সেখানে বিরাটকে বলতে শোনা যাচ্ছে, ‘ভালো বল করেছ। সে খুবই ভালো বোলার। ও অনেক সাহায্য করেছে। ধন্যবাদ।’ ইবরার আহমেদ দাওয়ার সংযুক্ত আরব আমিরশাহির একজন ক্রিকেটার। এর আগে ইন্টারন্যাশনাল টি-২০ লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে নজর কাড়েন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট:
চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছে ভারত। টুর্নামেন্টে গ্রুপ এ-তে রয়েছে টিম ইন্ডিয়া। তাদের সঙ্গে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের একটি করে ম্যাচ শেষে ২ নম্বরে রয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানকে ৬০ রানে পরাজিত করায় গ্রুপে পয়লা নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। এরকম পরিস্থিতিতে রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচটি খেলতে নেমেছে ভারত। আশা করা হচ্ছে এই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেবে বিরাট কোহলি।
পাকিস্তানের বিরুদ্ধে কোহলির পরিসংখ্যান যথেষ্ট চোখে পড়ার মতো। তিনি ১৬টি ওডিআই ম্যাচে ৬৭৮ রান করেছেন, গড় ৫২.১৫। একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ৩টি শতরানও রয়েছে তাঁর। সর্বোচ্চ স্কোর ১৮৩। যদিও বাংলাদেশের বিরুদ্ধে রান করতে ব্যর্থ হয়েছিলেন বিরাট। ৩৮ বলে ২২ করে আউট হয়ে গিয়েছিলেন তিনি।