কিছু দিন আগেই টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেটের 'কিং' কোহলি। ফলত, ইংল্যান্ডে ভারতীয় টেস্ট দলের সফরে তিনি স্বভাবতই নেই। তবে বর্তমানে লন্ডনে রয়েছেন বিরাট। সঙ্গে রয়েছে পরিবারও। সদ্য লন্ডনে উইম্বলডনের দর্শকাসনে দেখা গেল বিরাট ও অনুষ্কা শর্মাকে। সস্ত্রীক বিরাট গিয়েছিলেন টেনিস স্টার নোভাক জোকোভিচের ম্যাচে ‘জোকোভিচ ম্যাজিক’র সাক্ষী হতে!
নোভাক জোকোভিচ এবং অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনোরের মধ্যে পুরুষদের রাউন্ড অফ ১৬-এর ম্যাচে উপস্থিত ছিলেন বিরাটরা। গত বছরের উইম্বলডনের ফাইনালিস্ট জোকোভিচ, প্রথম রাউন্ডে ১-৬ ব্যবধানে হেরে যাওয়ার পরেও জয়লাভ করেন।
এদিকে, ক্রিকেটের আঙিনায় বিশ্ব আশা করেছিল বিরাট কোহলি ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের জন্য যুক্তরাজ্য সফর করবেন। তবে, দল ঘোষণার কয়েকদিন আগে তিনি সকলকে অবাক টেস্টকে বিদায় জানান। ২০২৫ সালের জুনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এর হয়ে তার প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জয়ী কোহলি টুর্নামেন্টের পরে পরিবারের সাথে সময় কাটাতে লন্ডনে যান।
এদিকে, ইংল্যান্ডে সফররত ভারতীয় দল সদ্য এজবাস্টন টেস্টে তাবড় রেকর্ড গড়ে জয়ের নিশান উড়িয়েছে। নব নির্বাচিত অধিনায়ক শুভমনের প্রথম ইনিংসে ২০০ পার ও পরের ইনিংসে সেঞ্চুরি পারের প্রশংসা সর্বত্র। সেই প্রশংসকদের তালিকায় রয়েছেন বিরাটও। প্রসঙ্গত বিরাটের ইনস্টাগ্রাম স্টোরি খুবই বিরল। তবে শুভমনকে ‘স্টার বয়’ আখ্যা দিয়ে সদ্য এক ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন বিরাট। সেখানে শুভমনের প্রশংসা ও শুভেচ্ছা বার্তা উঠে আসে কিং কোহলির থেকে। এর দুই দিন পরই বিরাটকে দেখা গেল উইম্বলডনের দর্শকাসনে।
জোকোভিচ এবং ডি মিনোরের মধ্যে খেলা দেখতে যান সস্ত্রীক কোহলি। কোহলি তার স্ত্রী অনুষ্কা শর্মার সাথে ম্যাচটি দেখেছিলেন, যখন দুজনকে স্ট্যান্ডে দেখা গিয়েছিল ফর্মাল পোশাকে। ম্যাচের পর কোহলির ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে আসে জোকোভিজ স্তূতি। সেখানে তিনি এই টেনিস স্টারকে উল্লেখ করে লেখেন,'কি দারুন ম্যাচ! গ্ল্যাডিয়েটরের জন্য এটি স্বাভাবিকভাবেই ব্যাপার ছিল। @djokernole।' জোকো-কে ‘গ্ল্যাডিয়েটর’ আখ্যা দিয়ে প্রশংসায় ভরান ভারতের এই সুপারস্টার ক্রিকেটার।