১৯ এপ্রিল, ২০২৪ সালের আইপিএলের ৩৩তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। চলতি মরশুমে প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল। লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। লখনউয়ের ঘরের মাটিতে ম্যাচটি অনুষ্ঠিত হলেও আলোচনা শিরোনামে রয়েছে চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। লখনউয়ের দোকানে চেন্নাইয়ের হলুদ জার্সি বেশি বিক্রি হচ্ছে। সকলেই মাহিকে এক ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন। এই অবস্থায় লখনউয়ের রাস্তায় ধোনিকে সামনে রেখে এই ম্য়াচের প্রচার করছে লখনউ সুপার জায়ান্টস।
আরও পড়ুন… IPL 2024: ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তন তারকার রোষের মুখে হর্ষ ভোগলে
লখনউয়ের রাস্তায় কী হোর্ডিং দেওয়া হয়েছে-
লখনউয়ের রাস্তায় বিশেষ হোর্ডিংও দেখা গিয়েছে। এতে ধোনিকে নিয়ে বিভিন্ন লাইন লেখা রয়েছে। লখনউ সুপার জায়ান্টসও এই ছবি গুলোকে এটি এক্স-এ শেয়ার করা হয়েছে। এই ছবি গুলো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। লখনউয়ের শেয়ার করা হোর্ডিংয়ে লেখা রয়েছে, ‘আমরা চাই ধোনি শেষ বলে একটা ছক্কা মারুক, কিন্তু যখন জিততে হবে তখন যেন ১২ রান করতে হবে।’ আর এটাকে সকলেই ম্যাচের জন্য বেশ ভালো বিজ্ঞাপন বলছেন।
আরও পড়ুন… সেদিন আটকে গেলাম না হলে হয়তো... এখনও ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করে চলেছেন রাহুল
'...কিন্তু এলএসজি যেন ম্যাচটা জেতে-'
আরেকটি ব্যানার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে লেখা রয়েছে, ‘আমরা চাই ধোনি ভালো খেলুক, কিন্তু এই ম্যাচটি যেন জেতে এলএসজি।’ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে বিপর্যয় সৃষ্টি করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে টানা ৩টি ছক্কা হাঁকান ধোনি। তিনি ৩ বলে মোট ২০ রান নেন এবং চেন্নাই দল একই ব্যবধানে ম্যাচ জিতেছিল।
আরও পড়ুন… IPL 2024: শিবম দুবে, ওয়াশিংটন সুন্দররা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা
হেড টু হেড রেকর্ড
আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত লখনউ ও চেন্নাইয়ের মধ্যে ৩টি ম্যাচ খেলা হয়েছে। এই সময়ের মধ্যে চেন্নাই একটি ম্যাচ জিতেছে। লখনউও জিতেছে মাত্র একটি ম্যাচ। একটি ম্যাচেও কোনও ফল হয়নি। এভাবে দুই দলের মধ্যে প্রতিযোগিতার ফল সমান রয়েছে। একানা স্টেডিয়ামে সকলের চোখ থাকবে ধোনির দিকে। সকলেই চায় মাহি এখানেও তার ব্যাট দিয়ে আলোড়ন সৃষ্টি করুক।