চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে একটি ইনিংস বাদে প্রত্যেকবারই ব্য়াট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। এবার কিং কোহলির আসল দুর্বলতাকে ধরিয়ে দিলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। আসলে অফ-স্টাম্পের বাইরে বিরাট কোহলির দুর্বলতাকে ধরে ফেলেছেন অজি বোলাররা। সেই কারণেই ব্যর্থ হয়েছেন বিরাট।
কার্যত প্রতিটি বল সামনের পায়ের বাইরে খেলার প্রবণতার জন্য ব্যর্থ হচ্ছেন কোহলি। গাভাসকর উল্লেখ করেছেন যে যদি বিরাট তাঁর পিছনের পা ব্যবহার করেন তাহলে সহজেই ভারতীয় ব্যাটসম্যান এই ধরনের ডেলিভারিগুলোকে ছেড়ে দিতে পারবেন।
আরও পড়ুন… ‘ফের ক্ষুধার্ত ঘুমাবেন নানা পাটেকর’ কোহলি আউট হতেই ট্রোল হলেন বলিউড তারকা! এর পিছনের গল্পটা কী?
সিডনিতে বর্ডার গাভাসকর ট্রফির (বিজিটি) পঞ্চম টেস্টের প্রথম দিনে (শুক্রবার, ৩ জানুয়ারি) ভারত তাদের প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হওয়ায় ৬৯ বলে ১৭ রান করেন বিরাট কোহলি। ৯/১ রানে অস্ট্রেলিয়ার দিনের শেষ করেছ। জসপ্রীত বুমরাহ দিনের শেষ ডেলিভারিতে উসমান খোয়াজাকে আউট করেছিলেন। ম্যাচের পরে স্টার স্পোর্টসের একটি আলোচনার সময়, কোহলির আউট হওয়া নিয়ে কথা বলেছেন সুনীল গাভাসকর। তাঁকে আবার একইভাবে আউট করার বিষয়ে নিজের যুক্তি দিয়েছেন সুনীল গাভাসকর।
আরও পড়ুন… BGT 2024-25-তে এখনও ৮৬০টা বল করেছেন বুমরাহ! এর আগে কি কখন জসপ্রীত এত চাপ নিয়েছেন
বিরাট কোহলির আউট নিয়ে সুনীল গাভাসকর বলেন, ‘তিনি নিজেই খুব হতাশ হবেন। তার দুর্বলতা শুধুমাত্র একটি কারণে। সে সামনের পায়ে অনেকটা সময় খেলতে চায়। আপনি যদি আপনার পিছনের পা ব্যবহার করেন তবে আপনি এই ডেলিভারিগুলি ছেড়ে দিতে পারেন। কারণ আপনি যখন পিছনের পায়ে যান, তখন আপনি এক থেকে দেড় ফুট দূরে থাকেন, এবং আপনি বলটি খেলার সময় পান।’
আরও পড়ুন… ভিডিয়ো: বুমরাহর সঙ্গে কনস্টাসের ঝামেলার আসল কারণটা কী? কী বললেন পন্ত? অজি শিবিরের কী বক্তব্য?
প্রাক্তন ভারতীয় ওপেনার আরও বলেছেন, ‘আপনি যখন সামনের পায়ে খেলেন, তখন আপনি নিয়ন্ত্রণ করতে অক্ষম হন। বল সুইং হলে তার কাছাকাছি যাওয়া একেবারেই ঠিক, কিন্তু আপনি পিছন থেকে খেললে বাউন্স খেলার সুযোগ পাবেন। তিনি তা করছেন না, কারণ তিনি শুধুমাত্র এগিয়ে ফরোয়ার্ড খেলতে চাইছেন। তাই তাঁর পক্ষে খেলাটা কঠিন হচ্ছে। এবং তিনি তার ব্যাটের মুখও কিছুটা খুলে দিচ্ছেন, যে কারণে ভুল করে বসছেন।’
বিরাট কোহলি তার প্রথম বলেই আউট হতে পারতেন কিন্তু তৃতীয় আম্পায়ার রায় দেন যে ক্যাচ সম্পূর্ণ হওয়ার আগেই বলটি মাটিতে স্পর্শ করেছে। শেষ পর্যন্ত স্কট বোল্যান্ডের বোলিংয়ে তৃতীয় স্লিপে বিউ ওয়েবস্টারের হাতে দুর্দান্তভাবে ক্যাচ দিয়েছিলেন তিনি। বিরাট কোহলি বিজিটি ২০২৪-২৫ সালে আট ইনিংসে ২৬.২৮ গড়ে ১৮৪ রান করেছেন। সিরিজে তার সাতটি ডিসমিসালই হয়েছে উইকেটরক্ষকের হাতে ক্যাচ অথবা স্লিপ কর্ডনে।